Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমৃদ্ধ অর্থনীতিতে ‘ঠনঠনে পুঁজিবাজার’ হতে পারে না: অর্থমন্ত্রী


৮ মার্চ ২০২০ ১৮:৩৯

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, ‘দেশের অর্থনীতি অনেক বেশি শক্তিশালী কিন্তু পুঁজিবাজারে ঠনঠন। এটা তো হতে পারে না। সুতরাং এর কারণগুলো আপনাদের (ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালক মো. রকিবুল রহমান) খুঁজে বের করতে হবে এবং সমন্বিতভাবে সমাধান করতে হবে।’

রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেনটাল হোটেলে ‘বাংলাদেশের অর্থনীতি কেমন চলছে’ শীর্ষক এক আলোচনায় তিনি এসব কথা বলেন। ইংরেজি দৈনিক ডেইলি অবজারভার ও বেসরকারি টেলিভিশন ডিবিসি যৌথভাবে এই আলোচনার আয়োজন করে।

বিজ্ঞাপন

এতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান, ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালক মো. রকিবুল রহমানসহ শীর্ষ ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন।

পুঁজিবাজার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “এর সমাধানের পথ খুঁজে বের করুন। সমাধান আপনার (ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালক মো. রকিবুল রহমান) হাতেই সম্ভব। সরকার সমাধান করে দিবে না। সরকার পুঁজিবাজার সমাধান করতে পারেনা। সরকারের একজন প্রতিনিধি হিসেবে আমার কাজটি হবে পুঁজিবাজার সমৃদ্ধশালী করার জন্য এ দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করা। দেশের অর্থনীতি যতোবেশি সমৃদ্ধশালী হবে, সামষ্টিক অর্থনীতি যতোবেশি সমৃদ্ধশালী তার ততো বেশি রিফ্লেকশন যাবে পুঁজিবাজারে।’

আমার অর্থনীতি অনেক বেশি শক্তিশালী কিন্তু পুঁজিবাজারে ঠনঠন এটা তো হতে পারে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আইন অনেক আছে, আইনগুলোর কোনো অসঙ্গতি আছে কিনা সেটা আপনারা দেখবেন। সেগুলো দেখার জন্য যারা কমিটিতে আছে তাদেরকেও আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আলাদাভাবে না, একীভূত হয়ে কাজগুলো করলে সমাধান পাবেন। তা না হলে একে অপরের সমালোচনা করলে ফল আসবে না।’

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, ‘পুঁজিবাজারে অবশ্যই আমাদের সফলতা পেতে হবে। সরকার কতো ভালো কাজ করলো, অর্থনীতিকে কতো শক্তিশালী করলো এর ডিরেক্ট রিফ্লেক্ট করে, এটা হচ্ছে প্রতিবিম্ব, আয়না। পুঁজিবাজারের সঙ্গে যেহেতু অনেক মানুষ সম্পৃক্ত সেহেতু সরকার পুঁজিবাজারকে বাদ দিয়ে চিন্তা করে না। পুঁজিবাজারকে আমাদের সাথে দেখতে চাই।’

অর্থমন্ত্রী পুঁজিবাজার মোস্তফা কামাল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর