Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাশরাফি ভাইয়ের মধ্যে একটা ক্যারিশমেটিক পাওয়ার ছিল: মাহমুদউল্লাহ


৮ মার্চ ২০২০ ১৭:২৯ | আপডেট: ৮ মার্চ ২০২০ ১৮:০৩

গত পরশু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে দিয়ে অধিনায়কত্বের যবনিকা টেনেছেন মাশরাফি বিন মোর্ত্তোজা।

তার বিদায়ে অচিরেই নতুন ওয়ানডে অধিনায় ঘোষণা করবে বাংলাদেশ। কিন্তু কেমন হবেন সেই অধিনায়ক? দলের ক্রান্তিকালে নিপুণ নেতৃত্বে মাশরাফি যেভাবে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন তিনি কি তা পারবেন? শুধুই মাঠেই কেন? মাঠের বাইরে বিভিন্ন ইস্যুতে ওঠা নানা বিতর্কের পরেও সতীর্থদের যেভাবে আগলে রেখেছেন নতুন দলপতি কী সেভাবে পারবেন? টাইগার দলের সিনিয়র সদস্য ও টি টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলছেন, অবশ্যই তা সহজ হবে না। কাজটি বেশ চ্যালেঞ্জিং হবে। কেন না মাশরফি ছিলেন একজন ক্যারিশমেটিক নেতা।

বিজ্ঞাপন

রোববার (৮ মার্চ) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়মের সম্মেলন কক্ষে তিনি একথা বলেন।

মাহমুদউল্লাহ জানালেন, ‘অবশ্যই মাশরাফি ভাই দলটা যেভাবে সামলেছেন, এগিয়ে নিয়ে গেছেন তা নতুন অধিনায়কের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে। তারপরও আমি এটা জিনিস বলতে চাই, যেই অধিনায়ক হোক আমারা মনে হয় যে তার জন্য এটা একটা চ্যালেঞ্জ হবে। কারণ যদি আমরা সামনের দিকে এগোতে চাই আর ভালো ক্রিকেট খেলতে চাই এর কোনো বিকল্প নেই। চ্যালেঞ্জ মেনে নিতে হবে এবং ওই অনুযায়ী কাজ করা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে মাশরাফি ভাই খুব ভালো উদাহরণ তৈরি করে দিয়ে গেছেন, অধিনায়ক হিসেবে ওনার অনেকগুলো গুণ ছিল।’

‘মাশরাফি ভাইয়ের সবচেয়ে ভালো গুণ যেটা ছিল যে ওনার মধ্যে একটা ক্যারিশমেটিক ক্ষমতা ছিল। কারণ যখনই আমরা একটু নার্ভাস থাকতাম একটু চিন্তা করতাম বেশি তখন উনি আমাদের ঠান্ডা করে বুঝাতো বা চিন্তা করতো যে কিভাবে কি করলে এগোনো যায় বা কোন জিনিসটা করলে পার্টিকুলার কারও জন্য ভালো হবে। তো ওই গুণগুলো ছিল মাশরাফি ভাইয়ের। আমি আশা করি আমিও চেষ্টা করবো যে আমার চিন্তাধারা দিয়ে কিভাবে দলকে সাহায্য করা যায় এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।’

বিজ্ঞাপন

এই মুহূর্তে বাংলাশে ক্রিকেট বোর্ডে চলছে বোর্ড সভা। সেখানেই বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়কের ঘোষণা আসতে পারে।

ক্রিকেট টপ নিউজ মাহমুদ