পাপিয়া দম্পতির তথ্য চেয়ে ৫৯ ব্যাংকে দুদকের চিঠি
৮ মার্চ ২০২০ ১৬:৪৩ | আপডেট: ১১ মার্চ ২০২০ ১৭:৫৭
ঢাকা: যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া এবং তার স্বামীর অর্থের তথ্য জানতে দেশি-বিদেশি ৫৯টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৮ মার্চ) দুদকের উপ-পরিচালক শাহিন আরা মমতাজ স্বাক্ষরিত চিঠিটি ব্যাংকগুলোতে পাঠানো হয় বলে দুদক সূত্রে জানা গেছে।
অপরদিকে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় এই দম্পতির বাড়ি ও ব্যাংক হিসাবের তথ্য জানতে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ-এর কাছে আলাদা চিঠি পাঠানো হয়েছে। দেশি-বিদেশি ৫৯টি ব্যাংকের কাছে পাপিয়া দম্পতির নিজ, যৌথ, তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে খোলা চলতি হিসাব, মেয়াদি আমানত, কেওয়াইসি ফরম ও এসব ক্ষেত্রে আর্থিক বিবরণ চাওয়া হয়েছে।
চিঠিতে জরুরি ভিত্তিতে ওইসব তথ্য সংগ্রহ ও যাচাই করে দুদকের কাছে পাঠাতে বলা হয়েছে।
এর আগে গত ২ মার্চ ওয়েস্টিন হোটেলে পাপিয়ার গেস্টদের নাম ও যাবতীয় বিল-ভাউচারের কপি চেয়ে হোটেল কর্তৃপক্ষের কাছে চিঠি দেয় দুদক।
আরও পড়ুন
পাপিয়াকাণ্ডে আমরা বিব্রত নই: ওবায়দুল কাদের
পাপিয়ার তথ্য জানতে ওয়েস্টিন হোটেলকে দুদকের চিঠি
শুধু পাপিয়া নয়, নেপথ্যে যারা আছেন তারাও নজরদারিতে: কাদের
এমপি হতে চেয়েছিলেন পাপিয়া, খরচ করেছেন ১০ কোটি টাকা
‘পাপিয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে’
পাপিয়ার ‘প্রতারণা’, মুখ খুললেন ‘নির্যাতিত’ ব্যবসায়ী