দুই মামলায়ই জি কে শামীমের জামিন বাতিল
৮ মার্চ ২০২০ ১৫:৩৫
ঢাকা: অস্ত্র আইনের মামলায় জামিন বাতিল হওয়ার ঘণ্টা দুয়েক পর মাদক মামলায়ও গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের জামিন বাতিল করেছেন হাইকোর্ট। এই দুই মামলায় গত মাসে হাইকোর্টের পৃথক বেঞ্চে জামিন পেয়েছিলেন তিনি।
শনিবার (৭ মার্চ) জামিনের বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আসায় রাষ্ট্রপক্ষ সংশ্লিষ্ট বেঞ্চগুলোতে জামিন আদেশ পুনর্বিবেচনার জন্য আরজি জানায়।
আরও পড়ুন: আরও পড়ুন: জি কে শামীমের জামিন বাতিল
রোববার (৮ মার্চ) দুপুরে অস্ত্র আইনের মামলাটি হাইকোর্টের হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের বেঞ্চে রি-কল তালিকায় ওঠে। দুপুরে উভয়পক্ষের শুনানি শেষে হাইকোর্ট জি কে শামীমের জামিন বাতিল করেন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই কোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছিলেন বিতর্কিত এই ঠিকাদার।
অস্ত্র মামলায় জামিন পাওয়ার ঘণ্টা দুয়েক পর হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি বিশ্বদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ মাদক মামলায় জি কে শামীমের জামিন বাতিল করেন। এই বেঞ্চ থেকে মাদক মামলায় এক বছরের জামিন পেয়েছিলেন জি কে শামীম।
আরও পড়ুন: জি কে শামীমের জামিন ঠেকাতে রাষ্ট্রপক্ষের উদ্যোগ
জামিন বাতিলের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপা বলেন, ‘জামিন আবেদনে জি কে শামীমের নাম আংশিক উল্লেখ করা হয়েছিল। এ কারণে হাইকোর্ট বুঝতে পারেনি। পরে মামলা রি-কল করে হাইকোর্ট জি কে শামীমের জামিন প্রত্যাহার করেছে।’
গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের অফিস থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, এফডিআর ও স্বর্ণালঙ্কারসহ গ্রেফতার করা হয় যুবলীগের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সমবায় বিষয়ক সম্পাদক জি কে শামীমকে। তার বিরুদ্ধে অস্ত্র, অর্থপাচার ও মাদক মামলা রয়েছে।
আরও পড়ুন: একমাস আগে জি কে শামীমের জামিন, জানেই না রাষ্ট্রপক্ষ!
গণপূর্ত ভবনের বেশিরভাগ ঠিকাদারি কাজই ছিলো জি কে শামীমের নিয়ন্ত্রণে। গ্রেফতারের পর তার বিষয়ে বেরিয়ে আসতে থাকে শত শত কোটি টাকার নানা অনিয়মের কথা।
এ ছাড়া গত বছরের ২১ অক্টোবর জি কে শামীমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুর্নীতি দমন কমিশন।