Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু


৮ মার্চ ২০২০ ১৫:৪৭

বগুড়া: বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল হাকিম (৬৫) নামক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাকিম শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের বেড়াগাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন।

শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমবার হোসেন জানান, আব্দুল হাকিম স্থানীয় পোয়ালগাছা বাজার থেকে সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এলে অজ্ঞাত কেউ তার পথ রোধ করে গলায় ছুরিকাঘাত করে তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

আব্দুল হাকিমকে পড়ে থাকতে দেখে পথচারীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আব্দুল হাকিমকে মৃত ঘোষণা করেন।

বিষয়টির তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।

ছুরিকাঘাতে খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর