Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে কোয়ারন্টাইন করে রাখা হোটেল ধসে ৬ জনের মৃত্যু


৮ মার্চ ২০২০ ১৪:৩৩ | আপডেট: ৮ মার্চ ২০২০ ১৪:৩৪

চীনের দক্ষিণাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের সুয়াংঝু শহরে করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্তদের কোয়ারেন্টাইন করে রাখা পাঁচতলা জিনজিয়া হোটেল ধসে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। রোববার (৮ মার্চ) এ খবর জানিয়েছে বিবিসি।

এর আগে, শনিবার (৭ মার্চ) কোভিড-১৯ রোগীদের কোয়ারেন্টাইন করে রাখা ওই হোটেলটি ভেঙে পড়ে। তখন উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছিল ওই ভবনের ভেতরে ৭১ জন আটকে পড়েছেন। আটকে পড়াদের মধ্যে অনেককেই উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

তবে, কী কারণে ওই পাঁচতলা ভবন ভেঙে পড়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।

এদিকে, চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ জানিয়েছে, ওই ভবনে থাকা ৭১ জনের মধ্যে ৫৮ জনই কোয়ারেন্টাইন প্রক্রিয়ার মধ্যে ছিলেন। আর ভবনের প্রথম তলায় চন্দ্র নববর্ষের শুরু থেকেই পুনঃনির্মাণের কাজ চলছিল। ইতোমধ্যেই ওই ভবনের মালিকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে পুলিশ।

প্রসঙ্গত, ২০১৮ সালে নির্মাণ করা এই হোটেলটিতে ৮০ জন অতিথি থাকার ব্যবস্থা রয়েছে। হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ১০০০ কিলোমিটার দূরবর্তী এই সুয়াংঝু শহরে ইতোমধ্যেই ৪৭ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

করোনাভাইরাস কোভিড-১৯ কোয়ারন্টাইন চীন টপ নিউজ মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর