Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জি কে শামীমের জামিন বাতিল


৮ মার্চ ২০২০ ১৩:৩৮ | আপডেট: ৮ মার্চ ২০২০ ১৪:০৩

ফাইল ছবি

ঢাকা: অস্ত্র মামলায় বিতর্কিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের জামিন বাতিল করেছে হাইকোর্ট। তার জামিন আবেদনটি রি-কল করে হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের বেঞ্চ রোববার (৮ মার্চ) দুপুরে এই আদেশ দেন।

এর আগে, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের আদালতে রোববার (৮ মার্চ) মামলাটির রি-কল চাওয়া হয়। ফলে জি কে শামীমের জামিনের বিষয়টি আদেশের জন্য সম্পূরক কার্যতালিকা হিসেবে আসাদুজ্জামান ও মুজিবুর রহমানের বেঞ্চে ওঠে।

বিজ্ঞাপন

দুপুরে জি কে শামীমের জামিনের বিষয়ে উভয়পক্ষে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ জামিনের বিষয়টি পুনর্বিবেচনার জন্য আদালতের কাছে আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত শামীমের জামিন প্রত্যাহার করেন।

একমাস আগে জি কে শামীমকে অস্ত্র মামলায় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের আদালতে বেঞ্চ ছয় মাস জামিন দিয়েছিলেন।

আরও পড়ুন: জি কে শামীমের জামিন ঠেকাতে রাষ্ট্রপক্ষের উদ্যোগ

এছাড়া অপর একটি বেঞ্চ মামলায় মাদক মামলায় এক বছরের জামিন দেন। দুই মামলায় জি কে শামীমের জামিন পাওয়ার বিষয়টি শনিবার (৭ মার্চ) জানাজানি হয়।

মাদক মামলায় জি কে শামীমের জামিনের বিষয়টি পুনর্বিবেচনার জন্য রি-কল করেছেন বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি বিশ্বদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ। সোমবার (৯ মার্চ) এ বিষয়ে আদেশ হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বেঞ্চে নিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপা।

কেন এই রি-কল জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘জি কে শামীমের জামিন আবেদন গোলাম কিবরিয়া লেখা হয়েছিল। শামীম নামটি উল্লেখ ছিল না। এই কারণে কোর্ট বুঝতে পারেননি। তাই আদালত আদেশটি পুনর্বিবেচনা করবেন।

বিজ্ঞাপন

গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের অফিস থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, এফডিআর ও স্বর্ণালঙ্কারসহ গ্রেফতার করা হয় যুবলীগের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সমবায় বিষয়ক সম্পাদক জি কে শামীমকে। তার বিরুদ্ধে অস্ত্র, অর্থপাচার ও মাদক মামলা রয়েছে।

গণপূর্ত ভবনের বেশিরভাগ ঠিকাদারি কাজই ছিলো জি কে শামীমের নিয়ন্ত্রণে। গ্রেফতারের পর তার বিষয়ে বেরিয়ে আসতে থাকে শত শত কোটি টাকার নানা অনিয়মের কথা।

এ ছাড়া গত বছরের ২১ অক্টোবর জি কে শামীমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুর্নীতি দমন কমিশন।

গোলাম কিবরিয়া শামীম জি কে শামীম জি কে শামীমের জামিন টপ নিউজ হাইকোর্ট

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর