Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলে ভূমিধসে ৪০ জনের মৃত্যু


৮ মার্চ ২০২০ ০৯:৪১

ছবি- বিবিসি

ব্রাজিলের সাও পাওলো রাজ্যে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও ৪০ জন। ব্রাজিলের সরকারি কর্তৃপক্ষের বরাতে রোববার (৮ মার্চ) এ খবর জানিয়েছে চায়না ডেইলি।

এর আগে, সাও পাওলো রাজ্যের গুয়ারুজা, সাও ভিসেন্টে এবং সান্তোস শহরে মঙ্গলবার (৩ মার্চ) থেকে টানা বৃষ্টিপাত শুরু হয়। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধস শুরু হলে ওই অঞ্চলগুলোর অন্তত ২৫০ পরিবার তাদের বাড়িঘর হারায়। স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে ভূমিধসে ক্ষতিগ্রস্থদের সাহায্য ও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ব্রাজিলের সেনাবাহিনী।

বিজ্ঞাপন

এদিকে ব্রাজিলের আবহাওয়া দফতর জানিয়েছে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে ৭৭ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসের কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উপদ্রুত সব অঞ্চলে পৌঁছানো সম্ভব হচ্ছে না। সবগুলো অঞ্চল উদ্ধার অভিযানের আওতায় আসলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

অতিরিক্ত বৃষ্টিপাত ব্রাজিল ভূমিধস মৃত্যু

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর