Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দারোয়ান চালাতে গেলেন কাভার্ডভ্যান, প্রাণ গেল নারীর


৭ মার্চ ২০২০ ২২:৪৫

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানাধীন বিয়ামের গলিতে কাভার্ডভ্যানের চাপায় মাকসুদা (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (৭ মার্চ) রাত সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলো- আরিফুল ইসলাম (১৫), বিল্লাল হোসেন (২০), মো. রাসূল (১৪), আব্দুল হামিদ (১৫) ও টিয়া বেগম (৩৫)।

আহত আরিফুল জানায়, তারা বিয়ামের গলির মুখের রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলেন। কাভার্ডভ্যানটি ফুচকার দোকানের পাশেই দাঁড় করিয়ে রাখা ছিলো। তখন চালকের এক পরিচিত দারোয়ান সেটি চালাতে যায়। তখনই সে তাদের গায়ে কাভার্ডভ্যানটি তুলে দেয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে ছয়জনকে নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে মাকসুদা নামের এক নারী মারা গেছে। তার বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি। আর আহত পাঁচ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) গোলাম আজম জানান, এই ঘটনায় এক নারী নিহত ও কয়েকজন আহতও হয়েছেন। কাভার্ডভ্যান জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।

কাভার্ডভ্যান নারীর মৃত্যু হাতিরঝিল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর