Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান মেয়র নাছিরের


৭ মার্চ ২০২০ ২১:১৮ | আপডেট: ৭ মার্চ ২০২০ ২২:৪০

চট্টগ্রাম ব্যুরো: দলের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দেওয়া বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি মনোনয়ন বঞ্চিতদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে শনিবার বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় মেয়র এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশে মেয়র নাছির বলেন, ‘আপনাদের অনেকে মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। হতে পারে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ভুলভ্রান্তি হয়েছে। অনেক যোগ্য প্রার্থীর বদলে অজনপ্রিয় অনেকে মনোনয়ন পেয়েছেন। এটি হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, আমরা একটা দল করি। এই দলের শৃঙ্খলা আমাদের মেনে চলতে হবে। আগামীকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আমি অনুরোধ করব, দল যাকে মনোনয়ন দিয়েছে, দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড যাদের মনোনয়ন দিয়েছে, তাদের অনুকূলে আপনারা নিজ নিজ প্রার্থিতা প্রত্যাহার করে দলের প্রতি সম্মান প্রদর্শন করবেন।’

‘মনে রাখতে হবে, রাজনীতি একদিনের বিষয় নয়। রাজনীতি হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা একদিন চলে যাব। কেউ থাকব না। কিন্তু দলের জন্য কে কী করে যাচ্ছি, কী রেখে যাচ্ছি সেটাই সবাই স্মরণ করবে। আমাদের মনে রাখতে হবে, রাজনীতি কিন্তু কোনোকিছু পাওয়া- না পাওয়ার বিষয় নয়। ত্যাগ স্বীকার করার নামই হলো রাজনীতি। আমি কী পেলাম আর কী পেলাম না এই সব আমাদের হিসাব করলে চলবে না। সংগঠন যদি আমার দ্ধারা উপকৃত হয় তাহলে সংগঠন আমাকে মূল্যায়ন করবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা বক্তব্য যখন দিতে উঠি, তখন সুন্দর সুন্দর কথা বলি। আমি মুখে কী বললাম সেটা বড় কথা নয়, কাজে আমি কী করেছি সেটা হলো মুখ্য বিষয়। কাজ আর বিশ্বাসের সঙ্গে মিল থাকতে হবে। দলকে সংগঠিত করতে হবে এবং ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যারা রাজনীতি করি, আমাদের মন-ভাবনা সবকিছু ইতিবাচক হতে হবে।’

মেয়র নাছির আরও বলেন, ‘আমাদের দলীয় ফোরাম আছে। মহানগর থেকে শুরু করে একদম ইউনিট পর্যন্ত আমাদের ফোরাম আছে। সেখানে যে কোন কেউ যে কোনো বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ আছে। সিদ্ধান্ত সেই ফোরামে আলাপ আলোচনা করেই নিতে হবে। প্রকাশ্যে বাইরে যেখানে সেখানে যত্রতত্র হোটেলে-বাজারে, কোথাও আড্ডার স্থলে দলের নেতাকর্মী নিয়ে যারা আলাপ আলোচনা সমালোচনা করেন, দলের সিদ্ধান্ত নিয়ে যারা আলোচনা করেন, তারা দলের মঙ্গল কামনা করেন না। কোনো বিষয় থাকলে দলের ফোরামে আলোচনা করতে হবে। ফোরামের বাইরে নয়। ফোরামের বাইরে আলোচনা করা মানে দলের বাইরে কাজ করা।’

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিমকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার কথাও বলেন মেয়র নাছির।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় সহ-সভাপতি সুনীল সরকার, খোরশেদ আলম সুজনও বক্তব্য রাখেন।

আ জ ম নাছির আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রার্থী চট্টগ্রাম চসিক নির্বাচন বিদ্রোহী প্রার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর