Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির মেয়র প্রার্থী শাহাদাতের প্রধান নির্বাচনী এজেন্ট নোমান


৭ মার্চ ২০২০ ২০:৪২

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্ষীয়ান রাজনীতিক আবদুল্লাহ আল নোমান।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী শাহাদাতের নির্বাচন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

একসময়ের বহুধাবিভক্ত চট্টগ্রাম মহানগর বিএনপির রাজনীতি এখন খসরু-নোমান গ্রুপে এসে ঠেকেছে। চট্টগ্রামে বিএনপির রাজনীতির বড় অংশের নিয়ন্ত্রক দলটির প্রতিষ্ঠাকালীন নেতা আবদুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী-বাকলিয়া আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে আবদুল্লাহ আল নোমান একাধিকবার বিএনপির মন্ত্রিসভায়ও ছিলেন। ২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী এম মনজুর আলমকে জেতাতে নোমানের দৃশ্যমান ভূমিকা ছিল।

আওয়ামী লীগ চসিক নির্বাচন বিএনপির মেয়র প্রার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর