মুন্সীগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
৭ মার্চ ২০২০ ১৮:৪৩ | আপডেট: ৭ মার্চ ২০২০ ১৮:৪৫
মুন্সীগঞ্জ: জেলার শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের পুরাতন ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) বেলা ২টার দিকে ঢাকাগামী তাজ আনন্দ পরিবহনের সঙ্গে মাওয়াগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আহতরা হলেন- খসরু (৩৫), রেজুয়ান (৩৪), সামসুল হক বান্টি (৩৩), সায়েম (৩২) ও মাহি (৩৫)।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, নিহত দু’জনের মধ্যে একজন জাহিদ (৩২) ও আরেকজন মাইক্রোবাস চালক, তার নাম এখনও জানা যায়নি।
ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট সঞ্চয় কুমার বিশ্বাস জানান, মাইক্রোবাসটি আট জন যাত্রী নিয়ে মাওয়া যাচ্ছিলো। পথিমধ্যে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে আনন্দ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চালকসহ দু’জন।
আহতদের মধ্য দুই জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং চার জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মাইক্রোবাস ও বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে বলেও জানান তিনি।