ঝিনাইদহে শিবির নেতাকর্মীসহ ১১ জন আটক
৭ মার্চ ২০২০ ১৭:১৫ | আপডেট: ৭ মার্চ ২০২০ ১৭:১৬
ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জের বেথুলি গ্রামের একটি বাড়ি থেকে ছাত্রশিবিরের নেতাকর্মীসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক হওয়াদের মধ্যে জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি শাহাবুদ্দিন, কালীগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সোহাগ হোসেন ও সাধারণ সম্পাদক আলামিন হোসেন রয়েছেন।
কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান জানান, শিবির নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে উপজেলার বেথুলি গ্রামের জামায়াত নেতা নিজাম উদ্দিনের বাড়িতে বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। সে সময় ওই বাড়ি থেকে বাড়ির মালিক নিজাম উদ্দিন, শিবির নেতা শাহাবুদ্দিন, সোহাগ হোসেন, আলামিন হোসেন এবং আরও আট কর্মীকে আটক করা হয়।
আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে কালীগঞ্জ থানার ওসি জানান।