Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগামী বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ’


৭ মার্চ ২০২০ ১৩:১৪ | আপডেট: ৭ মার্চ ২০২০ ১৩:২২

২০১৪ সালে জর্জরিত এক বাংলাদেশের নেতৃত্বভার উঠেছিল মাশরাফি বিন মোর্ত্তজার কাঁধে। মুশফিকুর রহিমের নেতৃত্বে ওই সময়টাতে মাঠে ধুঁকছিল বাংলাদেশ। মাশরাফির নেতৃত্বে সেই অবস্থান থেকে অনেকদূর এগিয়েছে বাংলাদেশের ক্রিকেট। এখন যেকোনো দলকে যেকোনো কন্ডিশনে হারাতে সক্ষম। কাল অধিনায়কত্বের বিদায়লগ্নে মাশরাফি বললেন, ‘আরও এগিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট।’ তাছাড়া আগামী বিশ্বকাপে বাংলাদেশকে সেমিফাইনালেও দেখছেন সদ্য সাবেক হওয়া এই অধিনায়ক।

বিজ্ঞাপন

বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য কোয়ার্টার ফাইনাল। ২০১৪ সালে ধুঁকতে থাকা বাংলাদেশকে ২০১৫ সালের বিশ্বকাপে কোয়ার্টারে তুলেছিলেন মাশরাফি। নতুন অধিনায়কের নেতৃত্বে আগামী বিশ্বকাপে সেই সাফল্য ছাড়িয়ে যাবে বাংলাদেশ, এমন প্রত্যাশা মাশরাফির।

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়কের যুক্তি, আগামী বিশ্বকাপ আসতে আসতে আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্তর মতো দলের তরুণ ক্রিকেটাররা অভিজ্ঞ হয়ে উঠবেন। লিটন-সৌম্যর-সাইফউদ্দিনরা আরও পরিণত হবেন। সঙ্গে থাকবে সাকিব-তামিম-মুশফিকের অভিজ্ঞতা। ২০২৩ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে, কন্ডিশনের বিচারে যা বাংলাদেশের মতোই। সেটাও সহযোগিতা করবে টাইগারদের।

অধিনায়ক হিসেবে শেষ সংবাদ সম্মেলনে মাশরাফি গতকাল বলছিলেন, ‘আমি খুব আশাবাদী। আমার মনে হয় আমি ২০২৩ সালের বিশ্বকাপে আমরা সেমিফাইনাল খেলব। খেলা হবে উপমহাদেশে। আর আমাদের নবীন ও তরুণ প্রজন্ম তখন একদম পরিণত হয়ে উঠবে। এখন যারা বয়সে তরুণ ও পুরোপুরি পরিণত হয়ে ওঠেনি, তারা সবাই ঐ বিশ্বকাপের আগেই টগবগে করে ফুটতে থাকবে। সব মিলিয়ে আমার বিশ্বাস আগামী বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।’

মাশরাফি বলেন, ‘লিটন আজ অসাধারণ ব্যাটিং করেছে, তামিমও। সে হয়তো একটু চাপে ছিল। এটা কেবল শুরু, সামনে বড় সিরিজ আছে। আশা করি, ওরা রান করে যাবে। আমি সব সময়ই বলেছি মোস্তাফিজ আমাদের চ্যাম্পিয়ন খেলোয়াড়। সাইফউদ্দিন তরুণ, ফিরে এসে সে দুর্দান্ত খেলছে। আশা করি, ওরা ভালো খেলাটা ধরে রাখবে।’

অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ ম্যাচে জিম্বাবুয়েকে কাল ১২৩ রানে হারিয়েছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নির্ধারিত ৪৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩২২ রান তোলে স্বাগতিকরা। লিটন দাস ১৭৬ রান করেন, তামিম করেছেন ১২৮ রান। পরে ডিএল ম্যাথোডে ৪৩ ওভারে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৪২। ৩৭ ওভারে ২১৮ রানেই গুটিয়ে যায় সফরকারী দলটি।

বিজ্ঞাপন

ক্রিকেট বিদায় বিশ্বকাপ মাশরাফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর