Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছিনতাইকারীদের পেছনে দৌড়ে প্রাণ দিলেন রকিবুল


৭ মার্চ ২০২০ ১৩:৫১ | আপডেট: ৭ মার্চ ২০২০ ১৩:৫৭

গাজীপুর: গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় দুর্বৃত্তদের ধারালো ছুরির আঘাতে রাকিবুল ইসলাম  নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাতে এই ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম চট্টগ্রামের হালিশহর এলাকার আব্দুল অদুদ পাটওয়ারীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে গতরাতে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনটি পৌঁছলে জানালার বাইরে থেকে রকিবুলের মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারী। এসময় রকিবুলও তাদের পিছু নেন। ছিনতাইকারীদের পেছন পেছন রেলস্টেশন থেকে ৭ নম্বর লাইনের দিকে গেলে ছিনতাইকারীরা তাকে ধারলো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, নিহতের পেটে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও জানান তিনি।

ছিনতাইকারী মোবাইল ছিনতাই

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর