সাকিবকে ‘মিস’ করছিলেন মাশরাফি
৭ মার্চ ২০২০ ১১:৫৭ | আপডেট: ৭ মার্চ ২০২০ ১২:০১
গতকাল জিম্বাবুয়ের শেষ উইকেট পড়তেই মাশরাফির দিকে ছুঁটতে শুরু করলেন বাংলাদেশ দলের সব ক্রিকেটার। কাভারে দাঁড়িয়ে ছিলেন মাশরাফি, প্রথমে তাকে জড়িয়ে ধরলেন তরুণ সাইফউদ্দিন। একে একে সবাই। একটা পর্যায়ে তামিম ইকবাল কাঁধে তুলে নিলেন মাশরাফিকে। তাইজুল ইসলাম, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমানরা তখন মাশরাফির হাত-পা ধরা। মাহমুদুল্লাহ, মুশফিকরা হাঁটছিলেন সঙ্গে। শুধু একটা মুখই নেই, সাকিব আল হাসান।
জুয়াড়িদের ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব যথা সময়ে কর্তৃপক্ষকে না জানানোর কারণে ক্রিকেট থেকে আপাতত নিষিদ্ধ সাকিব। বিদায় বেলায় সাকিবকে ‘মিস’ করছিলেন মাশরাফি।
দীর্ঘ এক দশকে অধিনায়ক মাশরাফি যত সাফল্য পেয়েছেন তাতে বড় অবদান সাকিবের। সাকিব ছিলেন মাশরাফির দলের মেরুদণ্ড। তাকে মনে পড়ারই কথা।
বিদায় বেলায় মাশরাফি বলছিলেন, ‘আমার খেলোয়াড়রা অসাধরণ। দলের জন্য তারা নিজেদের নিংড়ে দিয়েছে। দলের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সাকিবকে। সে যদি এখানে থাকত…। তাহলে পরিবেশটা অন্যরকম হতো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’
মাশরাফি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন গতকাল বৃহস্পতিবার। জানিয়েছিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ শেষে বাংলাদেশকে আর নেতৃত্ব দেবেন না তিনি। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড পেজে মাশরাফিকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন সাকিব। লিখেন অধিনায়কত্ব ছাড়লেও সারাজীবন প্রিয় ‘মাশরাফি ভাই’ হয়ে থাকবেন মাশরাফি।