চবিতে ৩ হাজার ঘনফুট গাছ জব্দ
৬ মার্চ ২০২০ ২২:৪০ | আপডেট: ৬ মার্চ ২০২০ ২৩:২২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নম্বর গেট রেলক্রসিং এলাকায় তিন হাজার ঘনফুট গাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। তবে এই সময় কেউ গাছের মালিকানা দাবি করেননি।
শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেন।
রুহুল আমিন বলেন, সকালে আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছি। তখন প্রায় তিন হাজার ঘনফুট গাছ জব্দ করেছি। এগুলো সংরক্ষিত বনের গাছ। রাতের বেলায় কিনে চুরি করে এখানে রাখা হয়েছেল। তবে অভিযানের সময় আমরা ঘটনাস্থলে কাউকে পাইনি এবং কেউ মালিকানাও দাবি করেনি।
কাউকে না পেয়ে অজ্ঞাত ব্যক্তির নামে মামলা করেছেন বলে জানান রুহুল আমিন।