Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাবজ্জীবন সাজা নিয়ে ৮ মাস পলাতক ‘ফেনসিডিল বিক্রেতা’ গ্রেফতার


৬ মার্চ ২০২০ ১৮:৩২ | আপডেট: ৬ মার্চ ২০২০ ১৮:৩৯

চট্টগ্রাম ব্যুরো: আট মাস আগে মাদক আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) সকালে নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

গ্রেফতার মো. সেলিম (৩০) নগরীর বিআরটিসি মসজিদ কলোনি এলাকার মো. হানিফের ছেলে। চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় মাদকের আস্তানা ‘বরিশাল কলোনি’তে সেলিম ফেনসিডিল-গাজা বিক্রি করতেন বলে ওসি জানিয়েছেন।

ওসি মহসীন সারাবাংলাকে জানান, ২০১১ সালে নগরীর ডবলমুরিং (বর্তমানে সদরঘাট) থানার কদমতলী এলাকা থেকে ৩৯০ বোতল ফেনসিডিলসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টিম সেলিমকে গ্রেফতার করে। পরে সেলিম জামিনে ছাড়া পেয়ে পলাতক হয়ে যান। মাদক আইনে ডবলমুরিং থানায় দায়ের মামলায় ২০১৯ সালের জুলাইয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ। তবে সাজার পরও গ্রেফতার এড়িয়ে পালিয়ে থাকতে সক্ষম হয়েছিলেন সেলিম।

ওসি জানান, মাদক আইনের আরও একটি মামলায় ২০১০ সালে তার ছয় মাসের সাজা হয়েছিল।

পলাতক আসামি ফেনসিডিল বিক্রেতা মাদক মামলা যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর