‘ইয়াবা সম্রাট’ আমিন হুদা মারা গেছেন
৬ মার্চ ২০২০ ১৮:২২ | আপডেট: ৬ মার্চ ২০২০ ১৮:২৭
ঢাকা: ‘ইয়াবা সম্রাট’ হিসেবে পরিচিতি পাওয়া আমিন হুদা (৪৬) মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন তিনি। মাদকের দুই মামলায় ২০১২ সালে তাকে ৭৯ বছরের সাজা দিয়েছিলেন আদালত।
শুক্রবার (৬ মার্চ) দুপুর ১টার দিকে বিএসএমএমইউ হাসপাতালে মারা যান আমিন। সিনিয়র জেল সুপার ইকবাল কবীর চৌধুরী তার মৃত্যুর তথ্য সারাবাংলাকে নিশ্চিত করেছেন।
ইকবাল কবীর জানান, ২০১৯ সালের ১ আগস্ট আমিন হুদাকে অসুস্থ অবস্থায় সর্বশেষ জেল থেকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আমিন হুদার বন্ধু সাখাওয়াত হোসেন সারাবাংলাকে জানান, তিনি দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন। কারাবন্দি অবস্থাতেই তার হৃদযন্ত্রে স্টেন্ট (রিং) পরানো হয়েছিল।
২০০৭ সালের ২৪ অক্টোবর আমিন হুদা ও তার সহযোগী আহসানুল হক ওরফে হাসানকে তার গুলশানের বাসা থেকে মাদকসহ গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী গুলশানে তার আরেক বাসা থেকে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ ইয়াবা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে দুইটি মামলা দায়ের করা হয়।
২০১২ সালের ১৫ জুলাই দুই মামলায় বিভিন্ন ধারায় আমিন ও তার সহযোগীকে মোট ৭৯ বছর করে কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন আদালত। পরে আমিন হাইকোর্টে জামিন আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর হলে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে ২০১৩ সালের ৫ মে জামিন বাতিল করেন আপিল বিভাগ। তাকে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়। তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন।
তবে ২০১২ সাল থেকে কারাগারে থাকলেও শারীরিক অসুস্থতাজনিত কারণে সাত বছরের মধ্যে তিন বছরই হাসপাতালে কেটেছে আমিন হুদার।