Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণাটকে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ১৩ জনের মৃত্যু


৬ মার্চ ২০২০ ১৬:৩৭ | আপডেট: ৭ মার্চ ২০২০ ০০:৪৮

ভারতের কর্ণাটক রাজ্যের তুমকুর জেলায় বেঙ্গালুরু-মেঙ্গালুরু মহাসড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। মারাত্মকভাবে আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (৬ মার্চ) স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটে। জেলা পুলিশের বরাতে এ খবর জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

পুলিশ জানিয়েছে, ধর্মস্থালা থেকে আসা একটি আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অপরদিক থেকে আসা একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকলের (এসইউভি) সঙ্গে সংঘর্ষ হয়।

বিজ্ঞাপন

ওই স্পোর্টস কারের সকল আরোহীর মৃত্যু হয়েছে, ধর্মস্থালা থেকে আসা গাড়িটির তিনজন আরোহী মারা গেছেন।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনায় তারা একটি মামলয়া দায়ের করে তদন্ত চালিয়ে যাচ্ছেন। তদন্ত প্রতিবেদন হাতে পেলে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে।

কর্ণাটক টপ নিউজ দুর্ঘটনা বেঙ্গালুরু-মেঙ্গালুরু মহাসড়ক মৃত্যু

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর