ভারতে মুসলিমদের ওপর হামলায় খেপেছেন খামেনি
৬ মার্চ ২০২০ ১৪:৫৫ | আপডেট: ৬ মার্চ ২০২০ ১৪:৫৬
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি অভিযোগ জানিয়েছেন, ভারতের মুসলিমরা বিপদে আছেন। তাদের জন্য পুরো মুসলিম বিশ্বের মন কাঁদছে। দলগুলোর উচিত মুসলিমদের ওপর নির্যাতন বন্ধ করা। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার (৫ মার্চ) এক টুইট বার্তায় খামেনি এই আহ্বান জানান।
খামেনি টুইটে লেখেন, ভারতে মুসলিমদের ওপর যে নির্যাতন চালানো হয়েছে তাতে মুসলিম বিশ্ব শোকে আচ্ছন্ন। ভারত সরকারের উচিত উগ্রপন্থি হিন্দু ও সব দলকে নিয়ন্ত্রণে আনা যাতে নিপীড়ন বন্ধ হয়। ভারতের মুসলিমরা বিশ্বের অন্যান্য মুসলমানদের চেয়ে পৃথক না হয়ে পড়ে।
এর আগে ভারতে মুসলমানদের সংকট নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার হয়েছিল। আহ্বান জানিয়েছিল যাতে আলোচনা করে হিন্দু-মুসলিম সমস্যার সমাধান হয়। তবে প্রতিক্রিয়ায় দিল্লি জানায়, ভারতের অভ্যন্তরীণ ইস্যুতে যাতে নাক না গলায় ইরান।