Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণ ধানের শীষে ভোট দিয়ে দুঃশাসনের অবসান ঘটাবে’


৬ মার্চ ২০২০ ১৩:৫০ | আপডেট: ৬ মার্চ ২০২০ ১৫:১১

ঢাকা: জনগণ ধানের শীষে ভোট দিয়ে সরকারের অপশাসন ও দুঃশাসনের অবসান ঘটাবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি।

শুক্রবার (০৬ মার্চ) সকালে ধানমন্ডি তাকওয়া মসজিদ সংলগ্ন এলাকায় গণসংযোগ এবং লিফলেট বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাবিরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদত শাহাদাৎ হোসেন সৈকত, শ্রমিক দলের সভাপতি আবু কাওছারসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

শেখ রবিউল আলম রবি বলেন, ‘সরকারের সকল অপকর্ম রুখে দেওয়ার একটাই পথ, তা হলো জনগণকে সম্পৃক্ত করা এবং জনগণকে স্বোচ্চার করা। বিএনপি জনগণের ওপর নির্ভর করে। কোনো অপশক্তি ও অপকৌশলের ওপর নির্ভর করে না। সুতরাং আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণকে সোচ্চার করছি।’

রাষ্ট্র ব্যবস্থার প্রতি জনগণের অনীহা রয়েছে দাবি করে তিনি বলেন, ‘সেটি তারা নির্বাচনে রায়ের মাধ্যমে প্রকাশ করবে। তবে জনগণের মাঝে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা রয়েছে। আমি তাদের অভয় দিচ্ছি, সাহস জোগাচ্ছি।’

রবিউল আলম রবি বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা থেকে জনগণের মুখ ফিরিয়ে নেওয়া বা ভোট কেন্দ্রে না যাওয়া এবং অনীহা প্রকাশের চর্চা শুরু হয়েছে। এ অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্য আমরা বিএনপি কাজ করছি। আমি প্রার্থী হিসেবে মানুষকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য বলছি। বিএনপি তথা জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষের ভোট দিয়ে এই সরকারের অপশাসন ও দুঃশাসনের অবসান ঘটাবে।’

‘আমি এই এলাকার জনগণকে আশ্বস্থ করতে চাই, আমাকে যদি ভোট দিয়ে প্রতিনিধি হিসেবে সংসদে পাঠায়, তাহলে আমি তাদের প্রত্যাশার সংসদ গড়ে। তাদের কোনো অমর্যাদা হবে না’— বলেন রবিউল আলম রবি।

বিজ্ঞাপন

প্রচারণায় গিয়ে এলাকায় কী ধরনের সমস্যা আপনার চোখে পড়ছে?— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই এলাকার মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে সরকারের প্রতি। তারা এই ভাবে রাষ্ট্রব্যবস্থা দেখতে চায় না। তারা ব্যক্তিগত সুবিধা চায় না। তারা স্বচ্চল। যে রাষ্ট্র ব্যবস্থা দেখছে তারা সেটা দেখতে চায় না। সকলে প্রতিবাদ করতে চায়। তবে প্রতিবাদের ভাষাটা ক্ষীণ হয়ে যাচ্ছে। প্রতিবাদ করতে পারছে না। তারা দেখতে চায় বিএনপি শক্ত এবং কার্যকর ভূমিকা দেখতে চায়।’

নির্বাচনে আপনার প্রস্তুতি কেমন?— এমন প্রশ্নের জবাবে রবি বলেন, ‘স্বাভাবিক পরিস্থিতিতে ভোটে জেতার জন্য যতটুকু প্রস্তুতি থাকা দরকার তার পুরোটাই আমার আছে। তবে সরকার অপকৌশলের পথ বেছে নেবে কী না, সেটা জানি না। যদি নেয়, তার মূল্য সরকারকে দিতে হবে। দল আমাকে দায়িত্ব দিয়েছে এ এলাকার জনগণের পক্ষে কাজ করার জন্য। আমি দলের আস্থার প্রতিদান দিতে প্রস্তুত।’

উপনির্বাচন ঢাকা-১০ ধানের শীষ বিএনপি রবিউল আলম রবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর