Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরব আমিরাতে ১০ মিনিটে জুমার নামাজ শেষ করার নির্দেশ


৬ মার্চ ২০২০ ১৩:৩৯ | আপডেট: ৬ মার্চ ২০২০ ১৩:৪৫

করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে শুক্রবারের জুমার নামাজ মাত্র ১০ মিনিটের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। জুমার নামাজে ইমাম পবিত্র কোরআনের দুটি আয়াতের বেশি যাতে না পড়েন এমন নির্দেশও  দিয়েছে আমিরাত কর্তৃপক্ষ। খবর খালিজ টাইমস।

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার হয়েছে মধ্যপ্রাচ্যেও। ভাইরাসটির বিস্তার ঠেকাতে জনসমাগম নিরুৎসাহিত করা হচ্ছে। এর অংশ হিসেবে শুক্রবার মুসলিমদের জুমার নামাজে যাতে বেশি সময় জনসমাগম না হয় সেজন্য এমন নির্দেশ দিলো আরব আমিরাত কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

শুক্রবার আমিরাত কর্তৃপক্ষের এক নির্দেশে বলা হয়, জুমার নামাজে পবিত্র কোরআন থেকে দুটি আয়াতের বেশি পাঠ করবেন না ইমাম। এছাড়া খুতবাও খুব সংক্ষিপ্ত করবেন। পুরো নামাজ ১০ মিনিটের মধ্যে শেষ করতে হবে।

কর্তৃপক্ষের ওই নির্দেশনায় বলা হয়, প্রতিকার অপেক্ষা প্রতিরোধই উত্তম। এ ধরণের সিদ্ধান্ত করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সাহায্য করবে।

আরব আমিরাত করোনাভাইরাস টপ নিউজ দুবাই

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর