ফিলিস্তিনের গাজায় আগুনে পুড়ে মরল ৯ জন
৬ মার্চ ২০২০ ১১:১১ | আপডেট: ৬ মার্চ ২০২০ ১১:১৮
একটি বেকারি শপে অগ্নিকাণ্ডে ফিলিস্তিনের গাজায় ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৬০ জন। মৃতদের মধ্যে অন্তত ৬ শিশু রয়েছে। আহত ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (৬ মার্চ) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন। খুব দ্রুতই আগুন পার্শ্ববর্তী দোকান, ফ্যাক্টরি ও কার পার্কে ছড়িয়ে পড়ে।
হামাস নিয়ন্ত্রিত গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাসের লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা ইসহাক কুহালি বলেন, এটি ছিল ভয়ংকর অভিজ্ঞতা। বিস্ফোরণের শব্দ পেয়ে সবাই পালাতে থাকে। এমন কিছু আগে কখনো দেখিনি।
প্রায় তিন ঘণ্টা পর আগুন নেভানো সম্ভব হয়। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে প্রশাসন।