Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কুয়েতগামীদের স্বাস্থ্য পরীক্ষা হবে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে’


৬ মার্চ ২০২০ ০৭:৩৩

ঢাকা: কুয়েতে ফিরে যাওয়ার সময় প্রবাসীদের স্বাস্থ্যপরীক্ষা করা হবে রাজধানীর মহাখালীতে অবস্থিত জনস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইপিএইচ)। বৃহস্পতিবার (৫ মার্চ) জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, স্বাস্থ্য ভবনে স্বাস্থ্যসেবা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণকল্পে গঠিত জাতীয় সমন্বয় কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী শনিবার (৭ মার্চ) সকাল ১০টা থেকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কুয়েতগামী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রায় তিন লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত। বিভিন্ন সময় ছুটি ও জরুরি প্রয়োজনে দেশে আসেন তারা। তাদের মধ্যে যারা সম্প্রতি সময়ে দেশে ফিরেছেন, তাদের ফেরার ক্ষেত্রে কুয়েত কর্তৃপক্ষের স্বাস্থ্য সনদের ঘোষণা উৎকণ্ঠা ছড়িয়েছে।

করোনাভাইরাস কুয়েত স্বাস্থ্যপরীক্ষা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর