১৮ মার্চ আসছে মুজিববর্ষের স্মারক মুদ্রা, ২০০ টাকার নোট
৫ মার্চ ২০২০ ২২:৫২ | আপডেট: ৬ মার্চ ২০২০ ০৩:০৬
ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দুইটি স্মারক মুদ্রা ও দুইটি ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। স্মারক মুদ্রা দুইটির মূল্যমান ১০০ টাকা করে। অন্যদিকে, দুইটি ব্যাংক নোটের একটি ১০০ টাকা মূল্যমানের এবং অন্যটি ২০০ টাকা মূল্যমানের, যা দেশের প্রথম প্রচলনযোগ্য ২০০ টাকা মূল্যমানের নোট।
আগামী ১৮ মার্চ থেকে এসব স্মারক মুদ্রা ব্যাংক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়সহ অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে।
মুজিববর্ষের স্মারক মুদ্রা-নোটের যেসব বৈশিষ্ট্য
বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০০ টাকা মূল্যমানের স্মারক মুদ্রা দুইটির একটি সোনার ও একটি রুপার। অন্যদিকে, স্মারক ব্যাংক নোটের মধ্যে প্রথমবারের মতো ছাপানো হয়েছে ২০০ টাকার নোট। সবগুলো স্মারক মুদ্রা ও নোটেই রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি।
২০০ টাকার নোট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টপ নিউজ বাংলাদেশ ব্যাংক মুজিববর্ষ স্মারক ব্যাংক নোট স্মারক মুদ্রা