Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণের শক্তির কাছে পরাজিত হবে আওয়ামী লীগ: রবি


৫ মার্চ ২০২০ ২০:০২ | আপডেট: ৫ মার্চ ২০২০ ২২:২৩

ঢাকা: জনগণের শক্তির কাছে আওয়ামী লীগ পরাজিত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ উপনির্বাচনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবর ও বিকেলে হাজারীবাগ এলাকায় প্রচারণা ও গণসংযোগের সময় তিনি এ মন্তব্য করেন।

প্রচারণায় সময় তার সঙ্গে ছিলেন ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহসভাপতি কাবিরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদত শাহাদাৎ হোসেন সৈকত, শ্রমিক দলের সভাপতি আবু কাওছারসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

শেখ রবিউল আলম রবি বলেন, ‘নৌকা প্রতীক মানে এমপি— বাংলাদেশে এই ধারণা প্রতিষ্ঠিত হয়েছে বলে অরাজনৈতিক ব্যক্তিরা এমপি হতে চায়। রাজনীতি না করেও পার্লামেন্টে যেতে চায়। বর্তমান সংসদে ৬৯ শতাংশ অরাজনৈতিক ব্যক্তি সংসদ সদস্য। এটা কেন হলো? আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি নস্যাৎ করে দিয়েছে। বাংলাদেশ ধেকে রাজনীতি নির্বাসনে পাঠিয়েছে। আওয়ামী লীগ নিজেরা রাজনীতি করছে না। অন্য দলগুলোকেও রাজনীতি করার সুযোগ দিচ্ছে না।’

তিনি বলেন, ‘প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি গড়ে উঠেছে খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে, আদর্শে ও সততায়। এই দলের নেতাকর্মীদের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা রয়েছে। আমরা এ-ও জানি কীভাবে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয়। কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রেখেছে। এই উপনির্বাচনে বিএনপির নেতাকর্মীরা সর্বোচ্চ ঝুঁকি নেবে।’

জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী?— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রবি বলেন, ‘জয় নিয়ে আমি চিন্তিত নই। আমি একটা বিষয়ে চিন্তিত, আওয়ামী লীগ কীভাবে তাদের দেউলিয়াত্ব প্রকাশ করবে। তারা কি ক্ষমতা লোভী রাজনীতি অব্যাহত  রাখবে? নৌকা বিজয়ী করতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করবে? যদি করে, তাহলে আমাদের প্রতিবাদ ও প্রতিরোধের দায়িত্ব বেড়ে যাবে।’

বিজ্ঞাপন

‘তবে আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দানবীয় আচরণ করছে বলে বিএনপি দানবীয় আচরণ করবে— এমন নয়। আওয়ামী লীগ মানুষের অধিকার হরণ করেছে। সুতরাং জনগণই তাদরে বিরুদ্ধে ফুঁসে উঠবে। তারা জনগণের শক্তির কাছে পরাজিত হবেই। তাদের সব অপকর্মের জবাব জনগণের কাছে দিতেই হবে,’— বলেন রবিউল আলম রবি।

তিনি বলেন, ‘আমরা জনগণকে সঙ্গে নিয়ে জনমত গঠন করছি। জনগণকে সঙ্গে নিয়ে দুঃশাসন প্রতিরোধের ক্ষেত্র প্রস্তুত করছি। বিএনপি বসে নেই। রাষ্ট্রক্ষমতায় থাকা মানে জয় না। আদর্শিকভাবে আওয়ামী লীগ পরাজিত শক্তি। আওয়ামী লীগের জনগণের প্রতি আস্থা নেই। কারণ, তারা মানুষের ওপর দুঃশাসন চালিয়েছে। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। অপশাসন, দুঃশাসন ও দুর্নীতি তাদের মূলনীতি। আওয়ামী লীগ একটি দেউলিয়া দল। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আক্ষমতায় টিকে আছে। দেশের জনগণ এর অবসান ঘটাবে।’

সকালে রবীন্দ্র সরোবরে গণসংযোগের পর বিকেলে হাজারীবাগ বাজার থেকে গণসংযোগ শুরু করেন রবিউল আলম রবি। হাজারীবাগ বাজার বড় মসজিদ, বটতলা মাজার, বুরহাপুর, কাজীরবাগ, কুলালমহল, হাজারীবাগ পার্ক, নিলস্বর সাহা রোড ও  ভাগলপুর লেন হয়ে বেড়িবাঁধ ঘুরে প্রচারণা চালান তিনি। প্রচারণায় স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকরা অংশ নেন।

ঢাকা-১০ উপনির্বাচন বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম রবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর