Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রানি ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ২শ বছরের পুরনো মুদ্রা উদ্ধার


৫ মার্চ ২০২০ ২২:০৪ | আপডেট: ৫ মার্চ ২০২০ ২৩:৩৮

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বাড়ি নির্মাণের জন্য মাটি খনন করতেই বেরিয়ে এলো দুইশ বছরের পুরনো ৩২টি রৌপ্য মুদ্রা। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানালেন পুলিশ সুপার মো. হাসিবুল আলম।

তিনি বলেন, প্রায় ১৫ দিন আগে উল্লাপাড়া পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের নিশিপাড়া, উল্লাপাড়া পশ্চিমপাড়া মহল্লার বাবুল মৃধার বাড়ি নির্মাণের জন্য মাটি খনন কাজ করছিলেন চার জন শ্রমিক। খননের সময় মাটির নিচ থেকে রানি ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ৩২টি প্রাচীন রৌপ্যমুদ্রা বেরিয়ে এলে শ্রমিকরা সেগুলো ভাগাভাগি করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

তিনি জানান, পরবর্তী সময়ে শ্রমিকরা মুদ্রাগুলো বিক্রির চেষ্টা করতে থাকলে পুলিশ বিষয়টি জানতে পারে। বুধবার রাতে শ্রমিকদের কাছ থেকে ওই মুদ্রাগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত মুদ্রাগুলো রানি ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ১৮০০ খ্রিস্টাব্দের। এগুলোর মধ্যে তিনটির গায়ে ইংরেজিতে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ান রুপি’ ও ২৯টির গায়ে ‘ওয়ান রুপি ইন্ডিয়া’ লেখা রয়েছে।

উদ্ধার হওয়া মুদ্রাগুলো প্রত্নতাত্ত্বিক বিভাগের সঙ্গে যোগাযোগ করে আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

টপ নিউজ প্রাচীন মুদ্রা উদ্ধার রানী ভিক্টোরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর