Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তথ্য গোপন রাখায় আইনজীবীকে ভৎর্সনা, রিট খারিজ


৫ মার্চ ২০২০ ২০:৩১

ঢাকা: ১১ মামলার তথ্য গোপন করে কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে রিট দায়ের করায় রিটকারীর আইনজীবীকে ভৎর্সনা করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত জারি রুল শুনানিকালে বিষয়টি আদালতের নজরে এলে রিটটি খারিজ করে বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালত রিটকারির আইনজীবী ছিলেন মো. ইয়ারুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, দুদকের পক্ষে আইনজীবী ছিলেন এ কে এম আলমগীর পারভেজ ভূঁইয়া।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, কক্সবাজার জেলার দুর্গম এলাকা কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দিদারুল ফেরদৌস ২০১৭ সালের ১৩ আগস্ট দায়িত্ব নেওয়ার পর থেকে সেখানে জলদস্যু নির্মূলসহ সততার সাথে কাজ করে যাচ্ছেন। সেই কারণে তিনি ২০১৮ সালে আইজি ব্যাজও পান। এতে সন্ত্রাসী চাঁদাবাজ এগারো মামলার আসামি মানবাধিকারকর্মী পরিচয় দানকারী মনোয়ারুল ইসলাম মুকুলের রোষানলে পড়েন। তার বিরুদ্ধে ১১ মামলার তদন্ত করছিলেন ওসি ফেরদৌস।

ওই আইনজীবী জানান, মনোয়ারুল ইসলাম ইসলাম মুকুল এর আগে পূর্ববর্তী ওসিসহ প্রায় আটজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছিলেন।

কুতুবদিয়া থানার ওসি ফেরদৌসের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ এনে দুদকে আবেদন করেন মানবাধিকার কর্মী দাবিদার মুকুল। পরে বিষয়টি নিয়ে ২০১৮ সালের ১৫ অক্টোবর হাইকোর্টে রিট দায়ের করেন। দুদকে করা আবেদন নিষ্পত্তির জন্য হাইকোর্টের নির্দেশনা চান। কোর্ট তার আবেদনের শুনানি নিয়ে ৩০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির জন্য নির্দেশনা দেন ও রুল জারি করেন।

বিজ্ঞাপন

এরপর বিষয়টি দুদক খোঁজখবর নিয়ে রিটকারীর অভিযোগ ভিত্তিহীন মর্মে তা তদন্ত না করার সিদ্ধান্ত নেয়। যা দুদকের আইনজীবী আদালতকে হলফ আকারে অবহিত করেন।

আদালত শুনানি শেষে রিটকারীর বিরুদ্ধে এগারোটি মামলার তথ্য গোপন করায় আইনজীবীকে ভৎর্সনা করেন এবং রুল খারিজ করে দেন।

আইনজীবী রিট রিট খারিজ হাইকোর্ট

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর