কৃষকের স্বার্থে প্রয়োজনে পেঁয়াজ আমদানি বন্ধ: বাণিজ্যমন্ত্রী
৫ মার্চ ২০২০ ২০:১৯ | আপডেট: ৫ মার্চ ২০২০ ২২:৩৫
চট্টগ্রাম ব্যুরো : দেশের কৃষকদের স্বার্থ বিবেচনা করে পেঁয়াজ আমদানি বন্ধের সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, দেশে পেঁয়াজের যে ঘাটতি আছে তা কৃষকরাই পূরণ করতে পারবেন।
বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকেলে নগরীর পলোগ্রাউন্ড মাঠে বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রতিবছরের ধারাবাহিকতায় এ মেলার আয়োজন করেছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে যারা পেঁয়াজ উৎপাদন করে সেসব কৃষকদের স্বার্থ রক্ষা করা আমাদের নৈতিক কাজ। তাদের স্বার্থ রক্ষা যদি করতে পারি, আগামী বছরগুলোয় আমাদের যে পেঁয়াজের ২৫ ভাগ ঘাটতি রয়েছে, সেটা আমাদের কৃষকরাই মেটাতে পারবে। আমরা সর্তক দৃষ্টি রাখছি, তারা যাতে ন্যায্য দাম থেকে বঞ্চিত না হয়। এমন কোন কাজ আমরা করব না যাতে তাদের ক্ষতি হয়, প্রয়োজনে আমদানি বন্ধ করা হবে।’
রমজানের বাজার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রমজানের সময় নিত্যপ্রয়োজনীয় যা যা দরকার, সরকারিভাবে টিসিবি সেগুলোর যে ব্যবস্থা রাখে, এবছর সেটা ১০ গুণ বাড়ানো হয়েছে, যাতে রমজানে কোনো ধরনের সমস্যা না হয়। পেঁয়াজ নিয়ে যে সমস্যা ছিল, তা এখন নেই। ভারত তাদের রফতানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। পাশাপাশি নিজেদের দেশের পেঁয়াজের ফলনও বাজারে আসতে শুরু করবে। তেলের মজুদ আছে, আন্তর্জাতিক বাজারেও তেলের দাম বেড়েছিল কিন্তু বর্তমানে তা কমে গেছে। সার্বিকভাবে আমরা আশাবাদী, এবারে রমজান অন্য বছরের তুলনায় ভালোভাবে সামাল দিতে পারব।’
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাণিজ্যে বসতি লক্ষ্মী। এই লক্ষ্মীর অবস্থান চট্টগ্রামে। এটা আন্তর্জাতিক গেটওয়ে। অর্থনীতির লাইফ লাইন চট্টগ্রামকে বিদেশিরা ব্যবহার করতে চায়। উত্তর-পূর্ব ভারত চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায়। নেপাল, ভুটানও চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায়। চট্টগ্রামকে তাই বিশ্বমানের শহর হিসবে গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে আমাদের। এ জন্য সরকার ব্যবস্থা নিয়েছে, ২০২১ সাল থেকে ষষ্ঠ শ্রেণি থেকে মেশিন টুলস সম্পর্কে জানবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের হাতে টুলস তুলে দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা বিষয়ে নির্দেশনা দিয়েছেন।’
নওফেল আরও বলেন, ‘দেশে সুষম উন্নয়ন হচ্ছে। বিশেষ কোন গোষ্ঠী কিংবা ব্যক্তির জন্য হচ্ছে না। ঢাকায় ওভার সেন্ট্রালাইজ হওয়ায় ডুবতে বসেছে। বিকেন্দ্রীকরনের মাধ্যমে যাতে সুষম উন্নয়ন হয় সে হিসেবে কাজ করতে হবে।’
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে বন্দর আসনের সাংসদ এমএ লতিফ, এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম ও সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান অনুষ্ঠানে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন মেলা কমিটির চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ।
২৮তম আন্তর্জাতিক বাণিজ্যমেলার এবারের পার্টনার কান্ট্রি থাইল্যান্ড। ৪ লাখ বর্গফুটের মেলায় ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৩৩টি প্রিমিয়ার স্টল, ১১৫টি গোল্ড স্টল, ২৮টি মেগা স্টল, ৮টি ফুড স্টল, থাই জোনসহ ৫টি আলাদা জোন নিয়ে ৪৭০টি স্টলে ৪ শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে মেলায়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ১৫ টাকা। এছাড়া স্কুলের প্লে শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ৫ লাখ টিকেট বিনামূল্যে দেওয়া হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মেলায় ২ হাজার ৩৪০ বর্গফুটের বঙ্গবন্ধু কর্ণার চালু করা হয়েছে। সেখানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই, তথ্যচিত্র থাকবে। আলোকচিত্র প্রদর্শনের জন্য থিয়েটার রুম এবং প্রকাশনা প্রদর্শনের ব্যবস্থা থাকবে। প্রতি শুক্রবার বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন স্কুলের ১০০ শিক্ষার্থীর চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে। মেলায় যাওয়া তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবন, স্বাধীনতা সংগ্রাম, আদর্শ ও চেতনা সম্পর্কে ধারণা দেওয়া হবে এই কর্নার থেকে।