Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেটি পেরি সন্তানসম্ভবা, জানা গেলো মিউজিক ভিডিওতে


৫ মার্চ ২০২০ ১৬:১২

জনপ্রিয় পপ তারকা কেটি পেরি সন্তানসম্ভবা। তার নতুন প্রকাশিত গান ‘নেভার ওর্ন হোয়াইট’ এর মিউজিক ভিডিওতে এমনটাই অনুমান করা যাচ্ছিল। এরপর এক টুইটার বার্তায় মাতৃত্বের বিষয়টি নিশ্চিত করেছেন কেটি নিজেও। ইংলিশ অভিনেতা অরলান্ডো ব্লুম তার হবু জীবনসঙ্গী। খবর বিবিসির।

এর আগে কেটি ইনস্টাগ্রামে সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি ইঙ্গিত করে বলেছিলেন, তার অ্যালবাম মুক্তির সময়কালেই নবজাতক আলোর মুখ দেখবে। এ নিয়ে তার ‘সুখের’ ও ‘রোমঞ্চকর’ অনুভূতি হচ্ছে।

কেটি পেরি বিয়ে করেছিলেন কমেডিয়ান রাসেল ব্র্যান্ডকে। তবে সে বিয়ে এক বছরও টিকেনি। অন্যদিকে অরলান্ডো ব্লুম ইতোমধ্যে ফ্লিন (৯) নামের পুত্র সন্তানের জনক। স্ত্রী মিরান্ডা কিরের সঙ্গে তার সংসার ভাঙে ২০১৩ তে।

কেটি পেরি টপ নিউজ সন্তানসম্ভবা