চট্টগ্রামে ঘুষের টাকাসহ কারখানা পরিদর্শক গ্রেফতার
৫ মার্চ ২০২০ ১৬:০১ | আপডেট: ৫ মার্চ ২০২০ ১৬:২৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ঘুষের টাকাসহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের এক পরিদর্শককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নগরীর আগ্রাবাদে সরকারি কার্যভবনে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার পলাশ কুমার দাশ সরকারি প্রতিষ্ঠানটিতে কারখানা পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।
দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন সারাবাংলাকে বলেন, ‘একটি প্রতিষ্ঠান থেকে ঘুষ হিসেবে নেওয়া ১০ হাজার টাকাসহ পলাশ কুমার দাশকে আমরা হাতেনাতে আটক করেছি। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’