অফিসার্স কোয়ার্টার থেকে উপসচিবের গলিত মৃতদেহ উদ্ধার
৫ মার্চ ২০২০ ১৫:১০ | আপডেট: ৫ মার্চ ২০২০ ১৭:২৮
ঢাকা: রাজধানীর বেইলি রোড অফিসার্স কোয়াটার একটি বাসা থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিবের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যার দিকে অফিসার্স কোয়ার্টারের বাসার তৃতীয় তলার একটি কক্ষ থেকে আব্দুল কাদের চৌধুরীর (৬০) মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুস মোল্লা জানায়, গতকাল সন্ধ্যার দিকে খবর পেয়ে ওই বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। উপসচিবের শরীরে পচন ধরেছিল বলেও জানান তিনি।
এসআই আরও জানান, আব্দুল কাদেরের বাড়ি ভোলা জেলার শশীভূষণ উপজেলায়। তিনি অকৃতদার ছিলেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। বুধবার প্রতিবেশীরা ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেলে থানায় খবর দেয়। পরে একটি কক্ষ ভেঙ্গে আব্দুল কাদেরের মৃতদেহ পাওয়া যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে অসুস্থ অবস্থায় মারা গেছেন আব্দুল কাদের চৌধুরী। তবে এসআই জানান, মৃত্যুর কারণ জানার জন্য মৃতদেহের ময়নাতদন্ত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আব্দুল কাদের উপসচিব আব্দুল কাদের উপসচিবের মৃতদেহ উদ্ধার টপ নিউজ মৃতদেহ উদ্ধার