Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াশিংটনের পর এবার করোনাভাইরাসের আঘাত ক্যালিফোর্নিয়ায়


৫ মার্চ ২০২০ ০৩:১৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একজনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এটিই রাজধানী ওয়াশিংটন স্টেটের বাইরে করোনাভাইরাসের প্রথম আঘাত। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে মৃত্যুর সংখা দাঁড়ালো ১১ জনে।

প্লেসার কাউন্টির সরকারি স্বাস্থ্য সংস্থ জানিয়েছে, করোনাভাইরাসে মারা যাওয়া ওই বয়স্ক ব্যক্তি আগে থেকেই বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন। ওই ব্যক্তির চারপাশে থাকা স্বজন ও তার আশপাশের সবাইকে কোয়ারেনটাইনে নিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিজ্ঞাপন


জানা যায়, মারা যাওয়া ওই বৃদ্ধ গত ১০ প্রিন্সেস ক্রুজে করে মেক্সিকো গিয়েছিলেন। যেখান থেকে ২১ ফেব্রুয়ারি তিনি সান ফ্রান্সিসকো ফিরে আসেন। ধারণা করা হচ্ছে ওই জাহাজ থেকেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

করোনাভাইরাস ক্যালিফোর্নিয়া

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর