Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলা ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগ দক্ষিণ কোরিয়া কোম্পানির


৫ মার্চ ২০২০ ০০:৪৯

ঢাকা: মোংলা ইপিজেডে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান মেসার্স জং হিউন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সেখানে তারা একটি পলিস্টার স্টেপল ফাইবার উৎপাদন কারখানা স্থাপন করবে।

এই পণ্যটি জ্যাকেটের ইনার লাইনিং, পলিস্টার সুতা তৈরির কাঁচামাল প্রভৃতি হিসেবে ব্যবহৃত হবে যা রফতানিমুখী অগ্র সংযোগ শিল্পের লিড-টাইম কমাতে সহায়ক হবে। পলিস্টার স্টেপল ফাইবার তৈরির ক্ষেত্রে কারখানাটি পরিবেশ দূষণ রোধে সর্বোচ্চ সতর্ক থাকবে।

বিজ্ঞাপন

সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠান বার্ষিক ১০ হাজার মেট্রিক টন পলিস্টার স্টেপল ফাইবার উৎপাদন করবে। জং হিউন হাই-টেক ইন্ডাস্ট্রিজে ৩১৩ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এ লক্ষ্যে বুধবার (৪ মার্চ) ঢাকায় বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স জং হিউন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জিল্লুর রহমান এনডিসি এবং মেসার্স জং হিউন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক জনাব মিন সু লি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। অন্যদের মধ্যে বেপজার সচিব মো. নবীরুল ইসলাম, মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

৬০ লাখ দক্ষিণ কোরিয়া মোংলা ইপিজেড

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর