গবেষণায় শীর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়, সার্বিকে ঢাবি
৪ মার্চ ২০২০ ২৩:৪২ | আপডেট: ৪ মার্চ ২০২০ ২৩:৫৭
স্পেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান শিমাগো (Scimago) ল্যাব প্রকাশিত শিমাগো ইনস্টিটিউশন র্যাংকিংয়ে (এসআইআর) র্যাংকিংয়ে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গবেষণায় শীর্ষস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। অন্যদিকে, সার্বিক বিচারে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাবি, দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)।
শিমাগো ল্যাবের ২০১৯ সালের এসআইআর র্যাংকিংয়ে এ তথ্য উঠে এসেছে। গবেষণাকর্ম ও গবেষণা সংশ্লিষ্ট কার্যক্রম ছাড়াও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন আঙ্গিক বিশ্লেষণ করে র্যাংকিং তৈরি করা হয়।
এসআইআর তালিকায় দেখা যায়, সার্বিক বিচারে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাবি। তালিকায় শীর্ষ পাঁচে পরের অবস্থানগুলোতে রয়েছে যথাক্রমে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।
গবেষণায় এসআইআর তালিকায় দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরের অবস্থানগুলোতে রয়েছে যথাক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।
এদিকে, উদ্ভাবনে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এসআইআর তালিকায় শীর্ষে রয়েছে খুবি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ঢাবি। পরের তিনটি স্থানে রয়েছে যথাক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
সারাবাংলার রাবি করেসপন্ডেন্ট জানিয়েছেন, বুধবার (৪ মার্চ) বিকেলে রাবি জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এক বিজ্ঞপ্তিতে শিমাগো এসআইআর র্যাংকিংয়ে গবেষণা রাবি’র শীর্ষস্থানপ্রাপ্তির তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান শিক্ষার সুষ্ঠু পরিবেশ, বর্তমান কর্তৃপক্ষের গবেষণাধর্মী পদক্ষেপ এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষকমণ্ডলীর গবেষণাতে নিবিড় মনোনিবেশ এ ফল এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
তিনি বলেন, শিক্ষা ও গবেষণায় যথাযথ ভূমিকা রাখার মাধ্যমে দেশের বর্তমান অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমাদের অবদান রাখতে হবে।
এই অর্জনের জন্য উপাচার্য অধ্যাপক সোবহান বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষকসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
এসআইআর খুলনা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিমাগো ইনস্টিটিউশন র্যাংকিং শিমাগো ল্যাব