চসিকে বিএনপি প্রার্থীর বিজয় নিশ্চিত দেখছেন আমীর খসরু
৪ মার্চ ২০২০ ২২:৫৬ | আপডেট: ৪ মার্চ ২০২০ ২৩:১৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী শাহাদাত হোসেনের নিশ্চিত বিজয় দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘আমাদের প্রার্থী শাহাদাত সবচেয়ে ভালো। আমাদের দল বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে জনপ্রিয় নেত্রী। এই চট্টগ্রাম বিএনপির ঘাঁটি। বর্তমান সরকারের ওপর মানুষের কোনো আস্থা নেই। সবমিলিয়ে আমরা মনে করছি, আমাদের বিজয় সুনিশ্চিত।’
বুধবার (৪ মার্চ) বিকেলে নগরীর জামালখানে একটি রেস্টুরেন্টে শাহাদাতের সমর্থনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তিনি।
সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে কতটুকু আশাবাদী— এমন প্রশ্নের জবাবে খসরু বলেন, ‘আমাদের নির্ভরশীলতা হচ্ছে জনগণ। আর আওয়ামী লীগের নির্ভরশীলতা অন্য জায়গায়। তাদের জনগণের ওপর কোনো আস্থা নেই। আমরা বিশ্বাস করি, জনগণই সুষ্ঠু নির্বাচন আদায় করবে। সুষ্ঠু নির্বাচন দেওয়া ছাড়া আওয়ামী লীগের সামনে আর কোনো পথ খোলা থাকবে না।’
‘আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এসব বিষয় মাথায় রেখেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। বিএনপির নেতাকর্মীরা সকলেই ঐক্যবদ্ধ। এই সিটি করপোরেশন নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি,’— বলেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই সদস্য।
এর আগে, রুদ্ধদ্বার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশ ও জাতির ক্রান্তিকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হতে যাচ্ছে। এখন একটি অগণতান্ত্রিক সরকার দেশ চালাচ্ছে। একটি অনির্বাচিত সংসদ দেশের আইন বানাচ্ছে। বর্তমান নির্বাচনি ব্যবস্থায় জনগণের আস্থা নেই। এরপরও আমরা নির্বাচনে যাচ্ছি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে হবে, জয়ী হতে হবে এবং আওয়ামী লীগের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে।’
সভায় বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন বলেন, ‘আমি চট্টগ্রামের ছেলে, চট্টগ্রাম শহরেই আমার বেড়ে ওঠা। দীর্ঘ ৩৫ বছর রাজনৈতিক জীবনে চট্টগ্রামবাসীর বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে রাজপথে ছিলাম। মেয়র হিসেবে জয়ী হলে চট্টগ্রামের নগরপিতা হতে চাই না, নিজেকে নগরবাসীর সেবক হিসেবে নিয়োজিত করব।’
সমন্বয় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, সুকোমল বড়ুয়া, বেগম রোজি কবির, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন বক্তব্য রাখেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী চসিক নির্বাচন বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন