Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্সটিটিউট অব অ্যাপারেল ম্যানেজমেন্ট এর ডিপ্লোমা কোর্স উদ্বোধন


৪ মার্চ ২০২০ ২৩:০১

চট্টগ্রামের ইন্সটিটিউট অব অ্যাপারেল ম্যানেজমেন্ট (আইএএম) এর সার্বিক ব্যবস্থাপনায় ‘ডিপ্লোমা ইন কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাক্টিভিটি’ কোর্স এর উদ্বোধন হয়েছে।

রোববার (১ মার্চ) চট্টগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোর এইচ গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার এম এ জি হান্নান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘ডিপ্লোমা ইন কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাক্টিভিটি’ এই কোর্সটি অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ বিষয়। এটি গার্মেন্টস শিল্পের উন্নয়নে তথা পণ্যের গুনগত মান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আমি আশাবাদী। সেইসাথে গার্মেন্টস এর মিড লেভেল এবং টপ লেভেলের কর্মকর্তাদের অনুরোধ করছি কোর্সটিতে অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা আরও শাণিত করুন। কর্মক্ষেত্রে আরও সফল হন।
এম এ জি হান্নান আইএএম’কে ধন্যবাদ জানান এ ধরনের একটি যুগোপযোগী কোসের্র আয়োজন করার জন্য।

আইএএম -এর পোগ্রাম পরিচালক কৌশিক দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিভিএইচ এর কর্মকর্তা মো. আবদুর রহিম, ফোর এইচ গ্রুপের কোয়ালিটি ব্যবস্থাপক বেলাল মউন চৌধুরী ও সহকারী ব্যবস্থাপক আনোয়ার গনি, রিজি গ্রুপের সিনিয়র মার্চেন্ডাইজার সরোয়ার আজাদ জাবেদ, লেখক ও কলামিস্ট দিদারুল আলমসহ আরও অনেকে।

আইএএম-এর প্রধান নির্বাহী আজিম মোহাম্মদ বলেন, ৩৭ জন মিড ও টপ লেভেলের কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছয় মাসের এই ডিপ্লোমা কোর্স টি লিন ম্যানুফ্যাকচারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, কোয়ালিটি ম্যানেজমেন্ট, প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে পূর্ণ ধারণা দিতে পারবে বলে মনে করি। কোর্সটি ৪৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ছাড়ে করা যাবে। এককালীন ফি প্রদানে অপারগদের জন্য কিস্তির ব্যবস্থাও রেখেছে আই.এ.এম কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এছাড়া প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, আমেরিকার হাই প্রোফাইল কোর্স প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পি.এম.পি) পরীক্ষার প্রস্তুতি কোর্স আগামী ১৩ই মার্চ শুরু হবে যার উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামী ৮ই মার্চ।

অনুষ্ঠানে আগত অতিথিরা চট্টগ্রামে কর্মরতদের সেবাদানে এরকম প্রতিষ্ঠান করার জন্য এবং সময়ের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মকর্তা গড়ে তোলার কোর্স আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আইএএম ডিপ্লোমা কোর্স

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর