Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত


৪ মার্চ ২০২০ ১৭:৫৪

প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার ধুনটে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় রহমত উল্লাহ (১০) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার সকাল ১০ টায় ধুনট পৌর শহরের সোনামুখি মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত রহমত উল্লাহ কোরআন হাফেজ। সে ধুনট সদরের রাঙ্গামাটি গ্রামের মিঠু মণ্ডলের ছেলে।

জানা গেছে, রহমত উল্লাহ বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। সোনামুখি মোড়ে দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে রহমত উল্লাহ গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টায় তার মৃত্যু হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার পরপরই চালক ইজি বাইক ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ইজিবাইকটি জব্দ করে।

বগুড়া শিশু নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর