Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রত্যেক বুথে সেনা এবং ভোটের তারিখ পরিবর্তন চান শাহাদাত


৪ মার্চ ২০২০ ১৭:০৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রত্যেক বুথে সেনা মোতায়েন ও ভোটের তারিখ দুইদিন পেছানোসহ চার দফা দাবি লিখিতভাবে নির্বাচন কমিশনে জমা দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। তার দাবি, চার দফা দাবি নির্বাচন কমিশন বাস্তবায়ন করলে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত হবেন।

বুধবার (০৪ মার্চ) দুপুরে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবরে দেওয়া চিঠি জমা দেন শাহাদাত।

বিজ্ঞাপন

চিঠিতে প্রথম দফা দাবিতে ভোটের তারিখ ২৯ মার্চের বদলে ৩১ মার্চ নির্ধারণের দাবি জানান শাহাদাত। তার আশঙ্কা, ২৯ মার্চ পর্যন্ত টানা চারদিন ছুটি হওয়ায় ভোটাররা ভোটকেন্দ্রে আসবেন না। দুইদিন পেছালে ভোটাররা কেন্দ্রে আসতে উৎসাহিত হবেন।

দ্বিতীয় দাবি হচ্ছে- প্রত্যেক বুথে ইউনিফরম পরিহিত সেনাবাহিনীর অফিসার নিয়োগ দিতে হবে। তারা ইভিএম এর টেকনিক্যাল সাপোর্টের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত লোক যাতে বুথে ঢুকে অন্যের ভোট দিতে না পারে সেই দায়িত্ব পালন করবে। এর পাশাপাশি পোলিং এজেন্টদের নিরাপত্তার দায়িত্ব সেনা সদস্যরা পালন করবেন।

তৃতীয় দাবিতে আঙ্গুলের ছাপ অমিলের কারণে প্রিসাইডিং অফিসারের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ভোট দেয়ার এখতিয়ার ১ শতাংশে নামিয়ে আনতে হবে। কারণ হিসেবে বলা হয়- সিটি করপোরেশনের প্রায় ২০ লাখ ভোটারের মধ্যে ৫ শতাংশ যদি প্রিসাইডিং অফিসারের আওতায় থাকে তাহলে ১ লাখ ভোট হয়, যা চাইলে তারা কারচুপি করতে পারে, যেটাতে নির্বাচনের জয়-পরাজয় নির্ধারিত হয়।

চতুর্থ দাবিতে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া কেউ যাতে ভোটকেন্দ্রে ঢুকতে না পারে। সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘নিরপেক্ষ’ ভূমিকাও দাবি করেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত।

বিজ্ঞাপন

রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান সারাবাংলাকে জানিয়েছেন, বিএনপি প্রার্থীর দেওয়া প্রস্তাব ঢাকায় নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে।

শাহাদাতের সঙ্গে রিটার্নিং অফিসারের কার্যালয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খানও ছিলেন।

চট্টগ্রাম সিটি করপোরেশন ডা. শাহাদাত হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর