যুক্তরাষ্ট্রের টিনেসি রাজ্যে টর্নেডো, ২৫ জনের প্রাণহানি
৪ মার্চ ২০২০ ১৪:৪৭ | আপডেট: ৪ মার্চ ২০২০ ১৫:১১
যুক্তরাষ্ট্রের টিনেসি অঙ্গরাজ্যে শক্তিশালী দুইটি টর্নেডোর আঘাতে ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৫০ জন। বিদ্যুৎবিহীন অবস্থায় বসবাস করছেন ৪৪ হাজার মানুষ। টিনেসি অঙ্গরাজ্যের গভর্নর উইলিয়াম লি’র বরাতে মঙ্গলবার (৩ মার্চ) এ খবর জানিয়েছে বিবিসি।
মার্কিন গণমাধ্যম জানিয়েছে, মধ্যরাতের পর টর্নেডো আঘাত হানায়, ঘুমন্ত অনেক মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিতে না পারায় মৃতের সংখ্যা বেড়েছে।
টিনেসি অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর ন্যাশভিলে টর্নেডোর আঘাতে বাড়িঘর ও অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে, শুক্রবার (৫ মার্চ) টর্নেডো উপদ্রুত অঞ্চল পরিদর্শনে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ন্যাশভিলের একজন অধিবাসী ডেভিড হ্যাস্কেল তার অভিজ্ঞতার কথা বিবিসিকে জানিয়ে বলেছেন, তাদে ফোনে ইমার্জেন্সি অ্যালার্ম বাজার ১০ সেকেন্ডের মাথায় তিনি তার স্ত্রীসহ বাড়ি থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে শুরু করার কিছুক্ষণের মাথায় তাদের বাড়ি ধ্বংস হয়ে যেতে দেখেন।
তিনি জানান, ন্যাশভিল দেখে এখন মনে হচ্ছে একটি যুদ্ধবিধ্বস্ত শহর।
এছাড়াও, অঙ্গরাজ্যের পুটনাম, উইলসন ও ডেভিডসন কাউন্টিতে প্রাণহানির ঘটনা ঘটেছে।
টিনেসি অঙ্গরাজ্যের ইমার্জেন্সি কমিউনিটি রিলেশনস অফিসার ম্যাগি হানান বিবিসিকে জানিয়েছেন, টর্নেডো উপদ্রুত অঞ্চলে এখনও উদ্ধার অভিযান চলছে।