Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোদির বিরোধিতা করতে তাদের লজ্জা করে না?— প্রশ্ন কাদেরের


৪ মার্চ ২০২০ ১৪:৫১ | আপডেট: ৪ মার্চ ২০২০ ১৯:২৬

ওবায়দুল কাদের, ফাইল ছবি

ঢাকা: মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যক্তি হিসেবে নয়, ভারতের প্রতিনিধি হিসেবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রধান মিত্র দেশ ভারত। কাজেই ভারতকে বাদ দিয়ে মুজিববর্ষ পূর্ণতা পায় না। মুজিববর্ষে ভারতের প্রতিনিধিত্ব থাকতেই হবে। যারা আজকে নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করছে, প্রকারন্তরে তারা মুজিববর্ষেরই বিরোধিতা করছেন।’ মুজিববর্ষে আমন্ত্রিত অতিথি নরেন্দ্র মোদির বিরোধিতা করতে তাদের লজ্জা করে না?— এমন প্রশ্নও তুলেছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (৪ মার্চ) ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের বই ও সদস্য বই জেলা নেতাদের কাছে হস্তান্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা যারা করছেন, তাদের উদ্দেশে কাদের বলেন, ‘মুজিববর্ষে আগমন উপলক্ষে আমরা নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ দিয়েছি। আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের প্রধান মিত্র দেশ ভারতের প্রতিনিধি হিসেবে। তিনি ভারত থেকে প্রতিনিধিত্ব করবেন। ভারতকে বাদ দিয়ে মুজিববর্ষ পূর্ণাঙ্গ রূপ পাবে না। ভারতের প্রতিনিধিত্ব থাকতেই হবে। মোদি আসছেন ভারতের প্রতিনিধ হিসেবে।’

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের যে জনপ্রিয়তা, সেই বঙ্গবন্ধুকে তারা নিষিদ্ধ করে রেখেছিল। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ৭ মার্চে মুজিবকে নিষিদ্ধ করে রেখেছিল। সেই মুজিব আজ আপন আলোয় উদ্ভাসিত হয়েছে। অন্ধকার দিয়ে, কুয়াশা দিয়ে তাকে ঢেকে রাখতে চেয়েছিল যারা, ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল যারা, তাদের সে দূরভিসন্ধি ব্যর্থ হয়েছে।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু এখন দেশে-বিদেশে আপন মহিমায় উদ্ভাসিত, তিনি বাংলাদেশের ঐতিহাসিক রাজনৈতিক অবিসংবাদিত নেতৃত্ব— সেটা আজ পরিষ্কার। তাই মুজিববর্ষকে সামনে রেখে জাগরণের ঢেউ উঠেছে। দেশের ইতিহাস-ঐতিহ্য, আমাদের সংগ্রাম-সাফল্য-উন্নয়ন-অর্জন— সবকিছুকে নিয়ে নতুন আলো ছড়িয়ে পড়েছে। কিন্তু এটা অনেকের সহ্য হচ্ছে না, তাদের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতার নামে তারা মুজিববর্ষের বিরোধিতা করছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘কারা এই বিরোধিতা করছে? এরাই তারা, যারা ভারতে গিয়ে পানির কথা বলতে ভুলে গিয়েছিল। যারা ভারতে গিয়ে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট গঙ্গা পানি চুক্তি নিয়ে যখন ঢাকায় প্রশ্ন করা হয়েছিল, তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন, আমি তো এ কথা ভুলেই গেছি। আমরা আমাদের স্বার্থের কথা ভুলি না। ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে আমরা আমাদের স্বার্থকে ভুলে যাইনি। আমাদের ক্ষমতার উৎস দেশের জনগণ। ভারত আমাদের দুঃসময়ের বন্ধু, আমাদের উন্নয়নের সহযোগী ভারতের সঙ্গে এটাই আমাদের বন্ধুত্ব। তারা (বিএনপি) ক্ষমতার জন্য দাসত্ব করতেও প্রস্তুত। এটার বড় প্রমাণ নরেন্দ্র মোদি যখন নির্বাচিত হলেন, তখন ঢাকার ভারতীয় দূতাবাসের অফিস খোলার আগেই বিএনপির প্রতিনিধিরা ফুলের মালা আর মিষ্টি নিয়ে হাজির হয়েছিলেন। এখন তাদের লজ্জা করে না নরেন্দ্র মোদির বিরোধিতা করতে?’

বিতর্কিতদের দলে রাখা, না রাখা নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সার্কুলারের মাধ্যমে নির্দেশনা পাঠিয়ে দিয়েছি। সার্কুলারে আমাদের সদস্য সংগ্রহ অর্থাৎ যারা পুরানো সদস্য তাদের নবায়ন ও নতুন সদস্য নির্বাচনের ক্ষেত্রে বিতর্কিত ব্যক্তিদের বাদ দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা বলে দিয়েছি, দাগী সন্ত্রাসী, দাগী চাঁদাবাজ, ভূমিদখলকারী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, স্বাধীনতাবিরোধী অশুভশক্তি— এরা আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। সাম্প্রদায়িক অশুভ শক্তি আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। এই মর্মে সার্কুলার পাঠিয়ে দিয়েছি প্রতিটি সাংগঠিনক জেলায়।’

স্বাধীনতাবিরোধী বা বিতর্কিতদের মধ্যে যারা দলে রয়েছেন, তাদের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নতুন সদস্য সংগ্রহ অভিযানে পুরনো যেসব ব্যক্তিদের নিয়ে বিতর্ক আছে, তাদের বাদ দিয়েই অবিতর্কিতদের নিয়েই আমাদের নতুন সদস্য সংগ্রহ হবে, সদস্য নবায়ন হবে। কাজেই সাম্প্রদায়িক অশুভ শক্তি, স্বাধীনতাবিরোধী, সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠী— এরা আওয়ামী লীগের সদস্য হতে পারবে না।’

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপদফতর সম্পাদক সায়েম খানসহ অন্যরা।

কাদের টপ নিউজ নরেন্দ্র বিরোধীতা মোদি

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর