Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ট্রেনে ঝুলিয়ে রাখা সাইকেলে’র ধাক্কায় নারীর মৃত্যু


৪ মার্চ ২০২০ ১৩:১১

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় রতনা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় রতনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী রনি জানান, সকাল ৮টার দিকে কারওয়ান বাজার রেলক্রসিংয়ের পাশে আইল্যান্ডে দাঁড়িয়ে ছিলেন ওই নারী। সেসময় টঙ্গীগামী পারাবত এক্সপ্রেস নামের একটি ট্রেন কারওয়ান বাজার পার হচ্ছিলো। ট্রেনটির সঙ্গে ঝুলিয়ে রাখা একটি বাইসাইকেলের সঙ্গে রতনার ধাক্কা লাগে, এতে তিনি গুরুতর আহত হন।

নিহত রতনা বেগমের ছেলে রবিন জানায়, তাদের বাড়ি কিশোরগঞ্জ ভৈরব উপজেলার বাজিতপুর গ্রামে। বাবা লিটন মিয়া মারা গেছেন। তাদের দুই ভাইয়ের সঙ্গে মা থাকতেন কারওয়ান বাজার মাছের আড়তের সামনে। রতনা বেগম মাছের আড়তের ফেলে দেওয়া মাছ কুড়িয়ে নিতেন। তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ ছিলেন না।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

ট্রেনের ধাক্কায় মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর