পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে খুন
৩ মার্চ ২০২০ ২৩:২৬ | আপডেট: ৩ মার্চ ২০২০ ২৩:৩২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। পাওনা টাকা শোধ নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার মধ্যম গোবিন্দরখীল গ্রামে এই হত্যাকাণ্ড ঘটেছে। মৃত মো. জসিম (২৫) পশ্চিম গোবিন্দরখীল গ্রামের রাকিব হোসেনের ছেলে। তিনি পেশায় দিনমজুর।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন সারাবাংলাকে জানান, জীবন নামে এক যুবকের সঙ্গে ঝগড়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। জীবন ও জসিম উভয়ই দিনমুজর।
জীবনের কাছ থেকে ঋণ নিয়ে শোধ না দেওয়া নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জসিমের সঙ্গে তার ঝগড়া হয়। ঋণের টাকার বিনিময়ে মোবাইল দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটি হয়।
ওসি বোরহান উদ্দিন বলেন, ঝগড়ার কিছুক্ষণ পর জীবন ও তার ভাই ইমন জসিমের ওপর হামলা করে। জসিমের পেটে ছুরিকাঘাত করা হয়। আহত জসিমকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে ঘোষণা করেন।
জীবন ও ইমনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।