Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে রফতানি হলো ওয়ালটন এসি


৩ মার্চ ২০২০ ২২:৫৩ | আপডেট: ৩ মার্চ ২০২০ ২৩:১৩

‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটনের সাশ্রয়ী ইনভার্টার এয়ার কন্ডিশনার (এসি) রফতানি হলো ভারতে। আনুষ্ঠানিকভাবে এই রফতানি কার্যক্রমের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার (১ মার্চ) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ওয়ালটনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ওয়ালটন এসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তানভীর রহমান বলেন, বিশ্ববাজারেও শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড হওয়ার লক্ষ্যে কাজ করছে ওয়ালটন। এ লক্ষ্যে ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা ও ইউরোপের মতো সম্ভবনাময় বাজারগুলোতে রফতানি কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। অরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (ওইএম) হিসেবে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ২২ হাজার ইউনিট ইনভার্টার ও স্মার্ট ইনভার্টার ওয়ালটন এসি ভারতে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

ওয়ালটন এসির চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) ওয়াল্টার কিম বলেন, ওয়ালটনের রয়েছে দেশ-বিদেশের দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলীদের সমন্বয়ে পরিচালিত নিজস্ব গবেষণা ও উন্নয়ন টিম। বিশ্বের যেকোনো দেশের ভৌগলিক অবস্থান ও আবহাওয়া উপযোগী এসি তৈরিতে সক্ষম ওয়ালটন।

অনুষ্ঠানে জানানো হয়, স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য তৈরি ওয়ালটন এসিতে ব্যবহৃত ইনভার্টার প্রযুক্তির কম্প্রেশর বিদ্যুৎ সাশ্রয় করে ৬০ শতাংশ পর্যন্ত। কম্প্রেশরে ব্যবহৃত হচ্ছে পরিবেশবান্ধব এইচএফসি গ্যাসমুক্ত আর৪১০এ ও আর৩২ রেফ্রিজারেন্ট। রয়েছে টার্বোমুড ও আয়োনাইজার প্রযুক্তি, যা দ্রুত ঠান্ডা করার পাশাপাশি রুমের বাতাসকে ধুলা-ময়লা ও ব্যাকটেরিয়া থেকে মুক্ত রাখে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম আশরাফুল আলম, পরিচালক এস এম মাহবুবুল আলম, এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম, তাহমিনা আফরোজ তান্না, রাইসা সিগমা হিমা ও রিফাহ তাসনিয়া স্বর্ণাসহ অন্যরা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ওয়ালটন ওয়ালটন এসি ভারতে রফতানি

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর