বিএনপি মোদির বিরোধিতার নামে মুজিববর্ষের বিরোধিতায় নেমেছে: কাদের
৩ মার্চ ২০২০ ১৮:৪৪ | আপডেট: ৩ মার্চ ২০২০ ২০:১৫
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতার নামে মুজিববর্ষের বিরোধিতায় অবতীর্ণ হয়েছে বিএনপি। এই মুহূর্তে দেশে যাতে কোনো অশুভ সাম্প্রদায়িক অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আমাদের সতর্ক থেকে তাদের প্রতিহত ও প্রতিরোধ করতে হবে।’
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, নব-নির্বাচিত মেয়রদ্বয় এবং মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যদের নিয়ে এই যৌথসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ওবায়দুল কাদের। সভা পরিচালনা করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
ওবায়দুল কাদের বলেন, ‘মুজিববর্ষ আমরা উদযাপন করবো। ভারতকে বাদ দিয়ে মুজিববর্ষ উদযাপন এটা অর্থপূর্ণ হতে পারে না। কারণ সেদিন আমাদের প্রধান মিত্র ছিল ভারত।’ তিনি আরও বলেন, ‘১৭ মার্চ নরেন্দ্র মোদি আসছেন, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ ভারত থেকে এবং অন্যান্য দেশ থেকে আসবেন। কাজেই আমরা দেখছি, একটি মহল এবং বিএনপি তাদের উসকানি দিচ্ছে। আজকে বিশৃঙ্খলা তৈরি করার জন্য নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে তারা কিসের অশুভ লক্ষণ দেখতে পারছে না, আমরা জানি না।’
‘আসলে মুজিববর্ষকে সামনে রেখে বাংলাদেশে এবং সারা পৃথিবীতে উদযাপনের যে বর্ণাঢ্য আয়োজন, জনগণের মাঝে যে ঐতিহাসিক ঐক্যবদ্ধতার একটা আবহ বিরাজ করছে, বিএনপি এবং তার দোসরদের সহ্য হচ্ছে না। এই জন্য আজকে তারা নরেন্দ্র মোদির বিরোধিতার নামে মুজিববর্ষের বিরোধিতায় অবতীর্ণ হয়েছে বলে আমরা মনে করি, এটাই আজকে জাতির বিশ্বাস।’- বলেন ওবায়দুল কাদের।
কাদের আরও বলেন, ‘আসলে নরেন্দ্র মোদির আগমন নয়, মুজিববর্ষই হচ্ছে তাদের টার্গেট। কাজেই আমাদের প্রস্তুত থাকতে হবে। তৈরি থাকতে হবে। সতর্ক থাকতে হবে। সচেতন থাকতে হবে। যেন অশুভ মহলটি যাতে মুজিববর্ষ উদযাপনের যে জাগরণ সারা বাংলাদেশে সৃষ্টি হয়েছে এবং একটা ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছে। শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বে উদযাপনের আয়োজন চলছে। তাই এই মুহূর্তে দেশে যাতে অশুভ শক্তি সাম্প্রদায়িক অপশক্তি বিশৃংখলা সৃষ্টি করতে না পারে, ওরা যাতে আমাদের এই আয়োজনকে নস্যাৎ করতে না পারে সেজন্য এই চক্রান্ত, এই অশুভ তৎপরতাকে আমাদের প্রতিহত করতে হবে। প্রতিরোধ করতে হবে।’
তাই দলীয় নেতাকর্মীদের সতর্ক হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং যেকোনো অশুভ শক্তির অপতৎপরতা প্রতিরোধের আহ্বান জানান কাদের।
এছাড়া মুজিববর্ষ উদযাপনের নামে বাড়াবাড়ি না করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে জাতির পিতার ভাবগাম্ভীর্যের আবহ ধরে রেখে বিনয়ের সঙ্গে মুজিববর্ষ উদযাপনের আহ্বান জানান কাদের।