Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার


৩ মার্চ ২০২০ ১৮:২০

বগুড়া: বগুড়া শহরের মালগ্রাম উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ মোছা জীবননেছা (২২) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২মার্চ) রাতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের সদস্যরা এই অভিযান চালান। আটক জীবননেছা মালগ্রামের মো. সফিকুল ইসলামের মেয়ে।

র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালগ্রাম উত্তরপাড়ার সাহারু’র বাড়ির সামনে থেকে জীবননেছাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসময় তার কাছ থেকে জব্দ করা হয় ১টি মোবাইল ও ২টি সিম।

জীবননেছা দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ইয়াবা বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার বগুড়া মাদক বিক্রেতা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর