Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একনেকে বঙ্গবন্ধু রেলসেতুসহ ৮ প্রকল্প অনুমোদন


৩ মার্চ ২০২০ ১৫:০৪

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণসহ ৮টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৪৬৮ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৫ হাজার ৯৬৪ কোটি ৭৪ লাখ টাকা, বৈদেশিক সহায়তা থেকে ৪ হাজার ৪২৪ কোটি ৮৭ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ৭৮ কোটি ৬৩ লাখ টাকা খরচ করা হবে।

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

বিজ্ঞাপন

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, ‘ডুয়াল লাইন রেলসেতু হবে। বঙ্গবন্ধু সেতু থেকে ৩০০ মিটার উজানে এই সেতু নির্মাণ করা হবে। সেতুটি দিয়ে সিরাজগঞ্জসহ উত্তর অঞ্চলের জেলা গুলোতে ট্রেন চলাচল করবে।’

ব্রিফিংয়ে জানানো হয়, একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৭ হাজার ৪৬ কোটি ৮৮ লাখ টাকা। এছাড়া জরুরি পানি সরবরাহ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৭৩২ কোটি টাকা; আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৭৮৬ কোটি। আর শেখপাড়া (ঝিনাইদহ)-শৈলকুপা লাঙ্গলবাঁধ-ওয়াপদা মোড় জেলা মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ২৬৭ কোটি ৫৯ লাখ টাকা; রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৪০ কোটি ৯৬ লাখ টাকা।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, পাবনা জেলার বেড়া উপজেলার মুন্সিগঞ্জ থেকে খানপুরা এবং কাজিরহাট থেকে রাজধরদিয়া পর্যন্ত যমুনা নদীর ডানতীর সংরক্ষণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৪৩৩ কোটি টাকা; কুড়িগ্রাম জেলার সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলাধীন ধরলা নদীর বন্যা নিয়ন্ত্রণসহ বাম ও ডানতীর সংরক্ষণ প্রকল্পের ব্যয় হবে ৫৯৫ কোটি টাকা। এছাড়া পদ্মা নদীর ভাঙ্গন থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ও শাজাহানপুর এলাকা রক্ষা প্রকল্পের খরচ ধরা হয়েছে ৫৬৬ কোটি টাকা।

বিজ্ঞাপন

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব নুরুল আমিন, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য শামীমা নার্গীস এবং কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য মো. জাকির হোসেন আকন্দ।

৮ প্রকল্প একনেক টপ নিউজ বঙ্গবন্ধু রেলসেতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর