ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড
৩ মার্চ ২০২০ ১৪:৪২ | আপডেট: ৩ মার্চ ২০২০ ১৫:১১
ঢাকা: রাজধানীর ডেমরায় দুই শিশুকে ধর্ষণ করতে গিয়ে ব্যর্থ হয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় ঘোষণা করেন। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- গোলাম মোস্তফা ও তার চাচাতো ভাই আজিজুল বাওয়ানী। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহত শিশু দুইটির পরিবার। স্বজনরা দ্রুত এ রায় কার্যকরের দাবি জানান।
মামলায় অভিযোগ থেকে জানা যায়, গত ৭ জানুয়ারি ডেমরার নাসিমা ভিলায় মোস্তফার ঘর থেকে শিশু নুসরাত জাহান (৪) ও ফারিয়া আক্তার দোলার (৫) মরদেহ পাওয়া যায়। ওই দিন দুপুর থেকে তারা নিখোঁজ ছিল।
ওই ঘটনায় ৮ জানুয়ারি সন্ধ্যায় নুসরাতের বাবা পলাশ হাওলাদার বাদী হয়ে ডেমরা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরর পর ৭ জানুয়ারি রাতে রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ। পরের দিন আসামিরা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়।
ঘটনার ১৬ দিনের মাথায় ২৩ জানুয়ারি গোলাম মোস্তফা ও আজিজুল বাওয়ানীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা ডেমরা থানার এসআই শাহ আলী। এরপর ২৩ মে দুই আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
মামলাটির বিচারকাজ চলাকালে আদালত চার্জশিটভূক্ত ২১ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।