ডিএনসিসি’র নির্বাচন বাতিল চেয়ে এবার ইশরাকের মামলা
৩ মার্চ ২০২০ ১২:০৭ | আপডেট: ৩ মার্চ ২০২০ ১৬:৩০
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন বাতিল চেয়ে সাবেক বিএনপি মেয়র প্রার্থী ইশরাক হোসেন মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার যুগ্ম জেলা জজ আদালত-১ এর বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে এ মামলাটি দায়ের করেন।
দায়ের করা মামলায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ আট জনকে বিবাদী করা হয়েছে।
ঢাকা উত্তর সিটির নির্বাচন বাতিল চেয়ে তাবিথের মামলা
তবে মামলা বিষয়ে আদালত এখনও কোনো আদেশ দেননি। বিচারক নথি পর্যালোচনা করে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।
এর আগে, সোমবার (২ মার্চ) ডিএনসিসি নির্বাচনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে তা বাতিল চেয়ে ও নতুন নির্বাচনের দাবিতে মামলা করেন বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল।